বাড়ির দক্ষিণ দিকে আর পরিচ্ছন্ন কোনও স্থানেই মানিপ্ল্যান্ট গাছ লাগালে শুভ ফল পাবেন। ভুলেও বাড়ির উত্তর দিকে মানিপ্ল্যান্ট গাছ লাগাবেন না
Other Lifestyle Jul 15 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
শুকিয়ে যাওয়া মানিপ্ল্যান্ট রাখবেন না
মানিপ্ল্যান্ট গাছ যদি শুকিয়ে যায় তাহলেই বিপদ। সঙ্গে সঙ্গে তা উপড়ে ফেলে দিয়ে নতুন গাছ লাগান, সর্বদাই চেষ্টা করুন সবুজ আর তাজা পাতাওয়ালা মানিপ্ল্যান্ট গাছ লাগাতে
Image credits: Getty
Bangla
মানিপ্ল্যান্টের বৃদ্ধি
মানিপ্ল্যান্ট গাছকে সর্বদাই উপরের দিকে বাড়াতে হয়। এটি কখনই মাটির দিকে নামতে দেওয়া ঠিক নয়
Image credits: Getty
Bangla
মানিপ্ল্যাট লাগানোর উপায়
মানিপ্ল্যান্ট গাছ কাচের বোতল বা মাটির টবে লাগাতে পারেন। ধাতুর পাত্রে কখনই রাখবেন না। ভুলেই মানিপ্ল্যান্ট প্ল্যাস্টিকের টবে রাখবেন না।
Image credits: Getty
Bangla
মানিপ্ল্যান্ট বাড়ির জন্য শুভ
হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয় মানিপ্ল্যান্ট গাছ যে বাড়িতে যত বড় হয় সেই বাড়ি তত বেশি আর্থিকভাবে সমৃদ্ধ হয়।
Image credits: Getty
Bangla
শুক্রবার মানিপ্ল্যান্ট গাছের প্রতিকার
মানিপ্ল্যান্ট গাছে কাঁচা দুধ আর জল মিশিয়ে শুক্রবার নিবেদন করুন
Image credits: Getty
Bangla
শুক্রবার মানিপ্ল্যান্ট গাছের প্রতিকার
শুক্রবার মানিপ্ল্যান্ট গাছে একটি লাল রঙের সুতো বেঁধে দিতে পারেন। এতে বাড়িতে পজেটিভ এনার্জি আসে
Image credits: Getty
Bangla
মানিপ্ল্যান্টের রক্ষণাবেক্ষণ
মানিপ্ল্যান্টে প্রতিদিন জল দেবেন।বোতলে রাখলে অবশ্যই প্রতিদিন জল পরিবর্তন করুন। দিনের একটি নির্দিষ্ট সময় রোদে দেবেন। মানিপ্ল্যান্টের ক্ষতি বা কষ্ট হলে আর্থিক সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।