Bangla

দিনের শুরুটা করুন একটা সুন্দর চাঙ্গা মন নিয়ে

কোনও ধরনের দুঃশ্চিন্তা নয়, বরং নিজেকে রিল্যাক্স রাখুন আর নিজের দিনটা শুরু করুন হাসিমুখে। বিশেষ করে পরিবারের সঙ্গে একটু চা-খান, কথা বলুন, গল্প করুন

Bangla

ঘুম থেকে উঠতে ব্যবহার করুন অ্যালার্ম

সকাল সকাল নিজেকে ঘুম থেকে তুলুন। এর জন্য ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখতে পারেন

Image credits: Getty
Bangla

সকালে একটু হালকা ব্যায়াম করুন

সকালে নিজেকে শরীর চর্চা ও মেডিটেশনের মধ্যে রাখুন। অতিরিক্ত শরীরচর্চা করবেন না। শরীর চর্চায় মন এবং শরীরের চাহিদা বুঝে আস্তে আস্তে মাত্রা বাড়াতে পারেন। এতে শরীর এবং মন ঝরঝরে থাকে

Image credits: Getty
Bangla

মেডিটেশন করুন

সকাল একটু সময় নিজেকে মেডিটেশনের মধ্যেও ডুবিয়ে রাখুন। এতে শরীর এবং মন শান্ত হবে

Image credits: Getty
Bangla

আগে থেকে নিজের দিনলিপি তৈরি রাখুন

এতে যে উপকার হবে তাতে আপনার প্রায়োরিটি সেট হবে এবং বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে। আর আপনি নিজেও নিজের কাজের উপর ফোকাস হতে পারবেন এবং শৃঙ্খলাবদ্ধ হতে পারবেন

Image credits: Getty
Bangla

একটা সুন্দর ব্রেকফাস্ট করুন

অনেকেরই অভ্যাস আছে  সকালে অত্যন্ত ভারী খাবার খেয়ে বের হওয়া। এটা শরীরের মধ্যে ক্লান্তি তৈরি করে। হালকা অথচ নিউট্রিশনের দিক থেকে খুব রিচ ব্রেকফাস্ট করুন। 

Image credits: Getty
Bangla

নিজের গ্রোথের দিকে নজর দিন

সারাদিন শুধু অন্যের জন্য কাজ করলে হবে না, নিজের গ্রোথ এবং ফিউচার প্ল্যানের দিকেও নজর দিতে হবে। এর জন্য নিজেকে রিডিং এবং লার্নিং-এর মধ্যে ডুবিয়ে রাখুন।

Image credits: Getty
Bangla

নিজের ডিসট্র্যাকশন টাইম কমান

বিশেষ করে ই-মেল চেকিং এবং সোশ্যাল মিডিয়া চেকিং আমাদের প্রচুর সময় নষ্ট করে। এই বিষয়গুলোকে পারলে সকালের দিকে রাখুন। আর কাজের ঘণ্টা বেজে গেলে এগুলো থেকে দূরে থাকুন

Image credits: Getty
Bangla

নিজের লক্ষ্য এবং দিনের কাজ নিয়ে ফোকাস থাকুন

আজকে দিনভর কীভাবে কাজ করবেন এবং কোন লক্ষ্যে কাজ করবেন- সেটা আগে থেকে ঠিক করে রাখুন এবং নিজের এই লক্ষ্য থেকে কোনওভাবেই সরবেন না। নিজের মধ্যে একটা টার্গেট সেট করুন

Image credits: Getty
Bangla

সকলের সঙ্গে সৌহাদ্যপূর্ণ থাকুন

সকলের প্রতি নিজের কৃতজ্ঞতা বজার রাখুন। একটু আন্তরিকতা দেখান। এতে আপনার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে

Image credits: Getty

এমন ৭টি বই যা আপনার হারানো আত্মবিশ্বাস ফেরাবে এবং দেবে মানসিক শক্তি

এই ১০ প্রজাতির প্রাণী যারা সেক্স না করেই বংশবৃদ্ধি করতে পারে

আসছে বর্ষা, ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার কয়েকটি সহজ উপায়

হাজার গুণের ভান্ডার তুলসী ব্যবহার করুন দৈনন্দিন জীবনে