কম্পিউটারকেও হার মানাবে বাচ্চার বুদ্ধি, খাওয়ান এই ৬ খাবার!
Bangla

কম্পিউটারকেও হার মানাবে বাচ্চার বুদ্ধি, খাওয়ান এই ৬ খাবার!

আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কিছু খাবার। সঠিক খাবার বেছে নিলে আপনার সন্তান হবে সেরা।
ডিম
Bangla

ডিম

বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য ডিম খাওয়ান, ডিমে ভিটামিন বি১২, প্রোটিন আর সেলেনিয়াম থাকে। ডিম খেলে বাচ্চাদের মস্তিষ্কের শক্তি বাড়ে, আর মস্তিষ্কের বিকাশ হয়।
Image credits: pinterest
বাদাম
Bangla

বাদাম

বাদামকে সুপারফুড বলা হয়। বাদামে ভিটামিন ই সহ অনেক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়, যা মস্তিষ্ককে সুস্থ রাখতে কাজে লাগে।
Image credits: pinterest
আখরোট
Bangla

আখরোট

আখরোটকে ড্রাই ফ্রুটসের মধ্যে ব্রেইন ফুড বলা হয়। আখরোট খেলে বাচ্চাদের তাড়াতাড়ি শেখার ক্ষমতা বাড়ে। বাচ্চাকে রোজ ১-২টা ভেজানো বাদাম খাওয়াতে পারেন।
Image credits: pinterest
Bangla

বেরিজ

এগুলোতে ভিটামিন সি আর ফ্লেভোনয়েডও ভালো পরিমাণে থাকে। বেরি খেলে মস্তিষ্কের কোষ ড্যামেজ হওয়া থেকে বাঁচে। সাথে শরীরও ঠিক থাকে আর বুদ্ধিও বাড়ে।
Image credits: pinterest
Bangla

সবজি

বাচ্চার মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য পালং শাক, মেথি, ব্রোকলি আর করলা খাওয়ান। এই সবজিগুলো ফোলেট, ভিটামিন কে আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এগুলো খেলে বুদ্ধি বাড়ে।
Image credits: pinterest
Bangla

ওটস

বাচ্চাকে রোজ ওটস বা ওটমিলও খাওয়াতে পারেন। ফাইবার-এ ভরপুর ওটস ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। এটা পেটকেও সুস্থ রাখে আর মস্তিষ্ককেও উপকার করে।
Image credits: pinterest

হাতের শোভা বাড়াতে চুড়ি ও ব্যাঙ্গেলসের নতুন ডিজাইন!

যে ৫ গুণ দেখলে বুঝবেন শাশুড়ি চরম লোভী!

৩ গ্রামের নিচে! সেরা সোনার কানের দুলের ডিজাইন বেছে নিন

দারিদ্র্য আসার ৫টি প্রধান কারণ, যা আপনার জানা উচিত