Bangla

১০ই ডিসেম্বর

আজ ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রকে স্মরণ করার দিন এটি।

Bangla

মানবাধিকারের ঘোষণাপত্র

মানবাধিকার সুরক্ষার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত প্রথম গুরুত্বপূর্ণ নথি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র।

Image credits: Getty
Bangla

মৌলিক অধিকার

এই ঘোষণাপত্রে জীবন, স্বাধীনতা, শিক্ষা, কাজ এবং বৈষম্য থেকে মুক্তির মতো প্রতিটি ব্যক্তির প্রাপ্য মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে।

Image credits: Getty
Bangla

মানবাধিকার

মর্যাদা ও নিরাপত্তার সাথে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের বেঁচে থাকার অধিকারই হলো মানবাধিকার।

Image credits: Getty
Bangla

লক্ষ্য

জাতি, লিঙ্গ, ধর্ম বা জাতীয়তার ভেদাভেদ ছাড়াই সকল মানুষ সমান, তা নিশ্চিত করাই মানবাধিকার দিবসের লক্ষ্য।

Image credits: Getty
Bangla

প্রতিটি ব্যক্তি গুরুত্বপূর্ণ

প্রতিটি ব্যক্তির অধিকারকে সম্মান ও রক্ষা করা উচিত, এই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই মানবাধিকার দিবস পালন করা হয়।

Image credits: Getty
Bangla

আমাদের অধিকার

এর লক্ষ্য হলো মানুষকে তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা।

Image credits: Getty
Bangla

থিম

প্রতি বছর একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মানবাধিকার দিবস পালিত হয়। এবারের থিম হলো প্রতিদিন মানুষের জন্য মানবাধিকার।

Image credits: Getty
Bangla

আজও লঙ্ঘিত হচ্ছে

বিশ্বের অনেক জায়গায় জাতি, ধর্ম, লিঙ্গ এবং যুদ্ধের নামে আজও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে মানবাধিকার শব্দটি আরও বেশি গুরুত্বপূর্ণ।

Image credits: Getty

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়

বাড়িতে লাগান তুলসী গাছ, মিলবে এই সাত উপকার, জেনে নিন