Bangla

১৪ বছরের কম বয়সী শিশুরা

১৪ বছরের কম বয়সী শিশুরা কেন কোনও অভিশাপে প্রভাবিত হয় না, জানেন কি?

Bangla

পাপের শাস্তি নেই

শাস্ত্র অনুসারে, ১৪ বছর বয়স পর্যন্ত শিশুর কোনও কর্মের রেকর্ড থাকে না এবং তারা তাদের পূর্ব পাপের কোনও শাস্তিও ভোগ করে না।

Image credits: FREEPIK
Bangla

নিষ্পাপ শিশুরা

কারণ হল ১৪ বছর বয়স পর্যন্ত, শিশুদের আত্মা এই পৃথিবীর ভৌতিকতা দ্বারা কলুষিত হয় না। তারা নিষ্পাপ এবং পবিত্র থাকে।

Image credits: Pinterest
Bangla

প্রতারণা থেকে দূরে

এই শিশুদের আত্মা প্রতারণা, বৈষম্য, মোহ, লোভ, উচ্চ এবং নীচু ইত্যাদি কোনও নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকে।

Image credits: laam_kids - instagram
Bangla

সাত্ত্বিক গুণাবলী

শিশুদের মধ্যে থাকা সাত্ত্বিক গুণাবলীর জন্য, আমরা শিশুদের দেবতা বলে থাকি।

Image credits: amna.much and tiny_stitches0- instagram
Bangla

অজ্ঞানতা থেকে ভুল

শিশুরা ইচ্ছাকৃতভাবে বা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে কোনও ভুল করে না, তারা অজ্ঞানতা বশত তা করে।

Image credits: pinterest
Bangla

শিশুরা স্বর্গে

পুরাণ অনুসারে, ছোট শিশুরা অকালে মারা গেলে, তাদেরকে কেবল স্বর্গে পাঠানো হয়, নরকে নয়।

Image credits: pinterest

বর্ষাকালে শিশুদের কী করে রক্ষা করবেন? রইল রোগের হাত থেকে বাঁচার টিপস

সন্তানদের সংশোধনের ৫টি টিপস প্রেমানন্দ মহারাজের, মানলে বদলে যাবে জীবন

পরীক্ষায় কম নম্বর পেলে বাচ্চার সঙ্গে কীভাবে আলোচনা করবেন?

মায়েদের আরও স্টাইলিশ করে তুলতে বাচ্চার জন্য ৬ ডায়াপার ব্যাগ