যৌন চাহিদার গুরুত্ব
Bangla

যৌন চাহিদার গুরুত্ব

প্রেম কিংবা দাম্পত্য জীবনে শারীরিক চাহিদা (Physical Needs) খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সম্পর্ক ঠিক রাখতে প্রথমেই যেটা প্রয়োজন তা হল মানসিক শান্তি ও মনের মিল

যৌন চাহিদার গুরুত্ব
Bangla

যৌন চাহিদার গুরুত্ব

দ্বিতীয় হল যৌন চাহিদার যথাযথ পূরণ করা। অনেকেই যৌন চাহিদা বিষয়টি তেমন গুরুত্ব দেন না। ব্যস্ততার জন্যই হোক কিংবা স্ট্রেসের জন্য দীর্ঘদিন ধরে শারীরিক মিলনের সময় হয়ে ওঠে না।

Image credits: Getty
যৌন চাহিদার গুরুত্ব
Bangla

যৌন চাহিদার গুরুত্ব

প্রথম দিকে তেমন সমস্যা মনে না হলেও, পরে এই সমস্যাই বড় আকার দেয়। বহু দাম্পত্য সম্পর্ক ভাঙে যৌন (Sex) চাহিদা পূরণের অভাবে।

Image credits: Getty
যৌন চাহিদার গুরুত্ব
Bangla

যৌন চাহিদার গুরুত্ব

বর্তমান অস্বাস্থ্যকর জীবন যাত্রার জন্য যৌন অক্ষমতা দেখা যাচ্ছে বহু মানুষের মধ্যে। যা সাংসারিক জীবনে ডেকে আনছে অশান্তি। এই সমস্যা সমাধানে খাদ্যতালিকায় পরিবর্তন আনুন

Image credits: Getty
Bangla

ডার্ক চকোলেট

খেতে পারেন ডার্ক চকোলেট। ডার্ক চকোলেটে এমন কিছু উপাদান আছে, যা যৌন চাহিদা বৃদ্ধি করে। এটি খেলে সেরোটোনিন নামক হরমোন নির্গত হয়। যা মনকে চাঙ্গা রাখে, সঙ্গে যৌন ইচ্ছে বাড়িয়ে দেয়

Image credits: Getty
Bangla

কফি

যৌন মিলনের ২০ মিনিট আগে কফি (Coffee) খেতে পারেন। এতে থাকা ক্যাফিন ও অ্যান্টি অক্সিডেন্ট শরীর ও মন চাঙ্গা রাখে। ফলে, যৌন মিলনে আগ্রহ পাবেন। সঙ্গমের ইচ্ছে বাড়বে।

Image credits: Getty
Bangla

অ্যাভোকাডো

রোজ খাদ্য তালিকায় রাখতে পারেন অ্যাভোকাডো।এটি যৌন চাহিদা বাড়িয়ে দেয়। মন চাঙ্গা রাখে। অ্যাভোকাডো হার্ট, চোখ এবং বাতের ব্যথার জন্যও ভালো

Image credits: Getty
Bangla

পালং শাক

খেতে পারেন পালং শাক। এতে আয়রন ও কিছু খনিজ উপাদান আছে। যা যৌন চাহিদা বাড়ায়। এর গুণে টেস্টোস্টেরনের ক্ষরণ বাড়ে। যার জন্য যৌন উত্তেজনা ও যৌন চাহিদা বৃদ্ধি পায়। 

Image credits: Getty
Bangla

বিট

জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে নিয়মিত বিট খান। এতে থাকা জরুরি উপাদান যৌন চাহিদা বৃদ্ধি করে। সঙ্গে মন ও শরীর চাঙ্গা রাখে। বিটের পুষ্টি গুণে শরীরের একাধিক ঘাটতি পূরণ হবে। 

Image credits: Getty

দিনের শেষে সঙ্গীকে উষ্ণ চুম্বনে ভরিয়ে তুলতে ট্রাই করুন এই সমস্ত কিস

দাম্পত্য কলহ থেকে দূরে থাকতে বিয়ের আগে ১০ বিষয়ে কথা বলুন সঙ্গীর সাথে

জানুন বিছানায় রাজত্ব করতে কোন সুগন্ধী যৌনমিলনের জন্য আদর্শ