Bangla

সম্পর্কে দূরত্ব বাড়ছে

অত্যাধিক কাজের চাপ, মানসিক টেনশনে থেকে স্ট্রেসের কারণে সম্পর্কে দূরত্ব বাড়ছে অনেকেরেই।

Bangla

যৌন মিলন

দীর্ঘদিন বাদে একে অপরের সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হলেও সেই সম্পর্কে যেন একটা দুরত্ব চলে আসে।

Image credits: pexels
Bangla

উষ্ণতা হারাচ্ছে

ডিজিটাল যুগে সম্পর্কও যেন খুব সহজেই উষ্ণতা হারাচ্ছে। এমন অনেকেই আছেন সম্পর্কের যৌনতা বজায় রাখতে পারছেন না।

Image credits: pexels
Bangla

শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ

শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না যুবকরা। সমীক্ষায় দেখা যাচ্ছে মহিলাদের সংখ্যাটাই এক্ষেত্রে পুরুষদের থেকে অনেকটাই বেশি।

Image credits: pexels
Bangla

যৌনজীবন ব্যাহত হচ্ছে

যারা দীর্ঘদিন কোনও সম্পর্কে থাকছেন না, বিয়ে কিংবা রিলেশনশিপ থেকে অনেকটা দূরে রয়েছেন তাদের যৌনজীবন ব্যাহত হচ্ছে।

Image credits: pexels
Bangla

বিবাহিতরাও আগ্রহ হারাচ্ছে

ব্যক্তিগত কারণে হোক কিংবা অন্য কোনও কারণেই যৌনমিলনের প্রতি বিবাহিতরাও আগ্রহ হারাচ্ছে।

Image credits: pexels
Bangla

যৌনজীবন নষ্টের অন্যতম কারণ

অতিরিক্ত মদ্যপান, ভিডিও গেমের প্রতি আসক্তিও যৌনজীবন নষ্টের অন্যতম প্রধান কারণ।

Image credits: pexels
Bangla

ক্লিয়ার থাকুন

যৌনমিলন করার আগে দু-জনেই দুজনের কাছে সবরকম ভাবেই ক্লিয়ার থাকুন।

Image credits: pexels
Bangla

একসঙ্গে ঘুমোন

সুখী দাম্পত্যের চাবিকাঠি হল একসঙ্গে ঘুমোতে যাওয়া। সারাদিন হাজারো কাজের পর ঘুমানোটা যেন একসঙ্গে হয়।

Image Credits: pexels