Relationship

মস্তিষ্কের কার্যকলাপ বদল

প্রেম মস্তিষ্কের ১২ জায়গায় আঘাত করে। এই সময় আবেগ দ্বারা সব কিছু অনুভূত হয়।

Image credits: pixabay

হৃদস্পন্দনের গতি পরিবর্তন

প্রেমে পড়লে হৃদস্পন্দনের গতি পরিবর্তন হয়। এই সময় শরীরের হরমোনের পরিবর্তন ঘটে। সে কারণে রক্তচাপ কমে আসে।

Image credits: pixabay

দেহের যন্ত্রণা কমায়

প্রেমে পড়লে দেহের যন্ত্রণা কমে যায়। এই সময় মস্তিষ্কের নিউরাল রিসেপ্টরের ক্ষমতা বেড়ে যায়। সে কারণে দেহের যন্ত্রণা কমে।

Image credits: pixabay

অন্যমনস্ক ও ভুলোমন

প্রেমে পড়লে অন্যমনস্ক ও ভুলোমনে হয়ে পড়ে সকলে। এই সময় অক্সিটোসিন হরমোন প্রচুর উৎপন্ন হয়। সে কারণে এমন হতে পারে।

Image credits: pixabay

ঘুমে ব্যাঘাত

ঘুমে ব্যাঘাত হয় প্রেমে পড়লে। স্বাভাবিক ঘুমের থেকে ১ ঘন্টা সময় ঘুম কম হয় এই সময়।

Image credits: pixabay

দৈহিক ও মানসিক অস্থিরতা

প্রেমে পড়লে দৈহিক ও মানসিক অস্থিরতা বাড়ে। এই সময় মন থাকে চঞ্চল।

Image credits: Instagram