Bangla

বর্ষা শুরু-নামুন এবার রোড ট্রিপে

কলকাতা থেকে ৭টা রোড ট্রিপ, যা বর্ষায় আপনার ঘোরার মজাটাকে দেবে আলাদা মাত্রা

Bangla

দীঘা

বর্ষার এই সময়ে বলতে গেলে প্রতিটি বঙ্গবাসী পারলে দীঘাতে ছুট মারেন

Image credits: Getty
Bangla

শান্তিনিকেতন

বছরের কোনও সময়ে পর্যটকহীন থাকে না শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথের পাঠশালায় যে কোনও সময়ে লেগে থাকে পর্যটকের ভিড়। বর্ষায় এমন লালমাটির দেশে রোড ট্রিপে পৌঁছানোটা একটা আলাদা মজা

Image credits: Getty
Bangla

মন্দারমণি

দীঘার পাশেই রয়েছে মন্দারমণি। দীঘার মতো হইহট্টগোলে ভরা নয়। বরং একটু নিরিবিলি এই সৈকত মন্দারমণি। বর্ষায় এই সৈকতের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়ার মজাটা একদম অন্যরকমের অনুভূতি

Image credits: Getty
Bangla

সুন্দরবন

বর্ষায় সুন্দরবন মানে সবুজের সমাহার। ,সেই সঙ্গে সুন্দরবনের নদী-নালার ভরা জল। আর তারমধ্যে দিয়ে একটা রোডট্রিপ করে পৌঁছে সুন্দরবন ভ্রমণের মজা নেওয়ার স্বাদ অসামান্য

Image credits: Getty
Bangla

ফলতা

গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখতে হলে ছুট দিতেই পারেন ফলতায়। বর্ষায় এমন রোড ট্রিপ অনন্য

Image credits: Getty
Bangla

চূঁচূড়া

বিদেশি শাসন ও স্থাপত্যের চিহ্ন আজও বহন করছে গঙ্গার তীরবর্তী এই শহর। রোড ট্রিপে এই শহর ভ্রমণ আরও এক মজা।

Image credits: Getty
Bangla

মুকুটমণিপুর

এমন এক রোড ট্রিপ আপনাকে দিতে পারে অসামান্য অ্যাডভেঞ্চারের মজা

Image credits: Getty
Bangla

তৈরি হয়ে যান এমন রোড ট্রিপের জন্য

তাহলে আর অপেক্ষা কেন! নেমে পড়ুন এমন সব রোড ট্রিপের মজা নিতে

Image credits: Getty

রহস্যের ঘেরে বিশ্বের ১০টি জায়গায়, এখনও আকর্ষণ করে পর্যটকদের

বিশ্বের দেশগুলিতে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না

এডভেঞ্চার স্পোর্টস স্কাইডাইভিং দেশের এই জায়গা গুলো করার জন্য সেরা

10 Richest City: ধন-সম্পদ-আতিশয্যে চমকে দেবে এমন ১০ ধনী শহরের কাহিনি