Travel

নিউ ইয়র্ক

একটা আস্ত বড় আপেল নামেও ডাকা হয় নিউ ইয়র্ক-কে। এই শহরে ৩৪০,০০০ মিলিওনিয়ার বসবাস করেন। এছাড়াও ৭২৪ জন সেন্টি মিলিওনিয়ার রয়েছেন এই শহরে। আমেরিকার ৫৮ জন বিলিওনিয়ারের বাড়িও এই শহরে।

Image credits: Getty

টোকিও

এই শহরে বাস রয়েছে ১৪ জন বিলিওনিয়ার, ২৯০,৩০০ জন মিলিওনিয়ার এবং ২৫০ জন সেন্টি-মিলিওনিয়ারের

Image credits: Getty

দ্য বে এরিয়া

এই এলাকার মধ্যে একসঙ্গে রয়েছে সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি। এখানে বাস রয়েছে ২৮৫,০০০ জন মিলিওনিয়ার, ৬২৯ জন সেন্টি-মিলিওনিয়ার ৬৩ জন বিলিওনিয়ারের

Image credits: Getty

লন্ডন

২০০০ সালে সবচেয়ে ধনী শহরের তালিকায় ১ নম্বরে ছিল লন্ডন। কারণ বিশ্বের সবচেয়ে বেশি মিলিওনিয়ার এই শহরেই বাস করতেন। বর্তমানে অবশ্য ধনী শহরের তালিকায় ৪ নম্বরে নেমে গিয়েছে

Image credits: Getty

সিঙ্গাপুর

সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে বড় বন্দর শহর হিসাবে পরিচিত। আর পরিযায়ী মিলিওনিয়ারদের আদর্শ ঠিকানা এই শহর। এখানে ২৪০,০০০ মিলিওনিয়ার, ৩২৯ জন সেন্টি-মিলিওনিয়ার ও ২৭ বিলিওনিয়ারের বাস

Image credits: Getty

হং কং

বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক শহর। এই শহরে ১২৯,৫০০ জন মিলিওনিয়ার এবং ২৯০ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৩২ জন বিলিওনিয়ারের বাস রয়েছে

Image credits: Getty

লস অ্যাঞ্জালেস

বিনোদন-মিডিয়া এবং রিয়াল এস্টেট, রিটেল এবং প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে তারকা খচিত শহর এটি। ৪৮০ জন সেন্টি- মিলিওনিয়ার এবং ৪২ জন বিলিওনিয়ারের বাস এখানে

Image credits: Getty

বেজিং

এই শহরে রয়েছে ৪৩ জন বিলিওনিয়ার, ৩৫৪ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৪৩ জন বিলিওনিয়ারের বাস

Image credits: Getty

সাংহাই

চিনের এই বন্দর শহরে রয়েছে ১২৭,২০০ জন মিলিওনিয়ার, ৩৩২ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৪০ জন বিলিওনিয়ারের বসবাস। চিনের এই প্রধান বন্দর শহর বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ শেয়ার মার্কেটের অধিকারী

Image credits: Getty

সিডনি

অস্ট্রেলিয়ার এই বন্দর শহরে রয়েছে ১২৬,৯০০ জন মিলিওনিয়ার, ১৮৪ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ১৫ জন বিলিওনিয়ারের বাস

Image credits: Getty