Bangla

নিউ ইয়র্ক

একটা আস্ত বড় আপেল নামেও ডাকা হয় নিউ ইয়র্ক-কে। এই শহরে ৩৪০,০০০ মিলিওনিয়ার বসবাস করেন। এছাড়াও ৭২৪ জন সেন্টি মিলিওনিয়ার রয়েছেন এই শহরে। আমেরিকার ৫৮ জন বিলিওনিয়ারের বাড়িও এই শহরে।

Bangla

টোকিও

এই শহরে বাস রয়েছে ১৪ জন বিলিওনিয়ার, ২৯০,৩০০ জন মিলিওনিয়ার এবং ২৫০ জন সেন্টি-মিলিওনিয়ারের

Image credits: Getty
Bangla

দ্য বে এরিয়া

এই এলাকার মধ্যে একসঙ্গে রয়েছে সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি। এখানে বাস রয়েছে ২৮৫,০০০ জন মিলিওনিয়ার, ৬২৯ জন সেন্টি-মিলিওনিয়ার ৬৩ জন বিলিওনিয়ারের

Image credits: Getty
Bangla

লন্ডন

২০০০ সালে সবচেয়ে ধনী শহরের তালিকায় ১ নম্বরে ছিল লন্ডন। কারণ বিশ্বের সবচেয়ে বেশি মিলিওনিয়ার এই শহরেই বাস করতেন। বর্তমানে অবশ্য ধনী শহরের তালিকায় ৪ নম্বরে নেমে গিয়েছে

Image credits: Getty
Bangla

সিঙ্গাপুর

সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে বড় বন্দর শহর হিসাবে পরিচিত। আর পরিযায়ী মিলিওনিয়ারদের আদর্শ ঠিকানা এই শহর। এখানে ২৪০,০০০ মিলিওনিয়ার, ৩২৯ জন সেন্টি-মিলিওনিয়ার ও ২৭ বিলিওনিয়ারের বাস

Image credits: Getty
Bangla

হং কং

বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক শহর। এই শহরে ১২৯,৫০০ জন মিলিওনিয়ার এবং ২৯০ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৩২ জন বিলিওনিয়ারের বাস রয়েছে

Image credits: Getty
Bangla

লস অ্যাঞ্জালেস

বিনোদন-মিডিয়া এবং রিয়াল এস্টেট, রিটেল এবং প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে তারকা খচিত শহর এটি। ৪৮০ জন সেন্টি- মিলিওনিয়ার এবং ৪২ জন বিলিওনিয়ারের বাস এখানে

Image credits: Getty
Bangla

বেজিং

এই শহরে রয়েছে ৪৩ জন বিলিওনিয়ার, ৩৫৪ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৪৩ জন বিলিওনিয়ারের বাস

Image credits: Getty
Bangla

সাংহাই

চিনের এই বন্দর শহরে রয়েছে ১২৭,২০০ জন মিলিওনিয়ার, ৩৩২ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ৪০ জন বিলিওনিয়ারের বসবাস। চিনের এই প্রধান বন্দর শহর বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ শেয়ার মার্কেটের অধিকারী

Image credits: Getty
Bangla

সিডনি

অস্ট্রেলিয়ার এই বন্দর শহরে রয়েছে ১২৬,৯০০ জন মিলিওনিয়ার, ১৮৪ জন সেন্টি-মিলিওনিয়ার এবং ১৫ জন বিলিওনিয়ারের বাস

Image credits: Getty

কম ছুটিতে উপভোগ করুন নির্জন সমুদ্র সৈকত গোপালপুর

ভগবান শিবের বাসস্থান কৈলাস পর্বতের শিখর এখনও অজেয়, অপ্রতিরোধ্য

দৈনন্দিন ব্যস্ততার মাঝে উপভোগ করুন অ্যাডভেঞ্চার স্পোর্টস, কিছু টিপস

বিশ্বের ৭ লবণ হ্রদের মনোরম দৃশ্য যা বারবার হাতছানি দেয় পর্যটকদের