Bangla

দুর্গা পুজোর সময় ৫টি কাজে মানা

দুর্গাপুরোর দিন এগিয়ে আসছে। পুজোর সময় আপনি সব করুন কিন্তু কিছুতেই এই পাঁচটি কাজ করবেন না। তাহলেই মা দুর্গার কোপে পডৃ়তে পারেন।

Bangla

দুর্গাপুজোর সময়সূচি

১৪ অক্টোবর মহালয়া। পুরাণ অনুযায়ী সেদিন থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসব। মা দুর্গা অধিষ্ঠান করবেন নবমী পর্যন্ত। বিজয়দশমীর দিন তিনি ফিরে যান কৈলাসে। এই দিনগুলিতে ৫টি কাজ করবেন না

Image credits: Getty
Bangla

মদ্যপান

পুজোর মধ্যে কিন্তু মদ্যপান কথা ঠিক নয়। বিশেষত পুজো মণ্ডপে ভুলেই মদ্যপান করবেন না। বাড়িতে যদি মা দুর্গা পুজো হয় তাহলে বাড়িতেও মদ্যপান করা ঠিক নয়।

Image credits: Getty
Bangla

বাড়ি রং

পুজোর মধ্যে কখনই ঘরবাড়ি রঙ করাবেন না। প্রয়োজনে পুজোর আগেই সেই কাজ করুন। পুজোর পরেও রঙ করাতে পারেন। পুজোর মধ্যে বাড়িতে রঙ মিস্ত্রি আনবেন না।

Image credits: Getty
Bangla

ঠাকুর ঘর বা ঠাকুরের স্থান

পুজোর মধ্যে ঠাকুর ঘর বা ঠাকুরের আসন কখনও এক জায়গা থেকে অন্যত্র সরাবেন না। তাতে মা দুর্গার কোপে পড়তে পারেন।

Image credits: Getty
Bangla

বাড়ি পরিষ্কার

পুজোর দিনগুলিতে কখনও ঘরবাড়ি পরিষ্কার করবেন না। ঝুল ঝাড়া বা জানলা দরজা পরিষ্কার করবেন না। পুজোর আগেই বাড়ি ঝাড়পোছ করুন।

Image credits: Getty
Bangla

ঝগড়া নয়

পুজোর সময় ঝগড়াঝাটি করবেন না। কখনই কারও সঙ্গে তর্ক করবে না। পুজোর দিনগুলিতে শান্তিতে নিজের আপনজনের সঙ্গে কাটান। তাহলে মা দুর্গার আশীর্বাদ পাবেন।

Image credits: Getty

Swastika Mukherjee: আঁচলে ভ্রমর! দুর্গাপুজোর সাজে লাস্যময়ী স্বস্তিকা

Durga Puja Fashion: কালো শাড়িতে প্রিয়াঙ্কার অভিনব দুর্গাপুজোর সাজ

বাস্তু মতে সমস্ত বাধা দূর করুন দুর্গা পুজোতেই

Ramappa Temple: রহস্যময় রামাপ্পা মন্দির, ছাদের পাথর জলে ভেসে বেড়ায়