Bangla

শাড়িতে তিনি বরাবরই নজরকাড়া,

তাও আবার যদি পরনে থাকে ‘মায়ের শাড়ি’, তাহলে তো কথাই নেই।

Bangla

স্বস্তিকা মুখোপাধ্যায়

দুর্গাপুজোর আগে জমজমাটি সাজে সোশ্যাল দুনিয়ায় রাজ করছেন অভিনেত্রী।

Image credits: Our own
Bangla

অতিরিক্ত নজর কাড়ছে আঙুলের চকমকে নেলপলিশ

কবজির ট্যাটুটিও সমান নজরকাড়া

Image credits: Our own
Bangla

লাল পেড়ে সাদা শাড়ি যতই ‘মাতৃরূপিণী’ হোক,

বোল্ডনেস থেকে একটুও নড়ছেন না সাহসী অভিনেত্রী।

Image credits: Our own
Bangla

পুজোর সাজ

এবারের দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলিতে আপনিও ট্রাই করতে পারেন ডিপ নেক লাল চেকের ব্লাউজ।

Image credits: Our own
Bangla

মাথায় যদি থাকে ফুলের মুকুট

তাহলে স্বস্তিকা মুখোপাধ্যায়ই হয়ে উঠবেন আপনার ফ্যাশন আইকন।

Image credits: Our own
Bangla

ব্রোচ

বিশেষ নজর কেড়েছে আঁচলে আঁটা ভ্রমর আকৃতির ব্রোচটি।

Image credits: Our own
Bangla

সানগ্লাস

তার সঙ্গে হিটলিস্টে রয়েছে তাঁর ফুলেল সানগ্লাসটিও।

Image credits: Our own

Durga Puja Fashion: কালো শাড়িতে প্রিয়াঙ্কার অভিনব দুর্গাপুজোর সাজ

বাস্তু মতে সমস্ত বাধা দূর করুন দুর্গা পুজোতেই

Ramappa Temple: রহস্যময় রামাপ্পা মন্দির, ছাদের পাথর জলে ভেসে বেড়ায়

পিতৃপক্ষ ২০২৩: মৃত্যুর তারিখ না জানলে পিতৃপক্ষের শ্রাদ্ধ কখন করতে হবে?