Bangla

নীল ষষ্ঠী ২০২৩ নির্ঘন্ট

এই বছর নীল ষষ্ঠী বা নীল পূজা ইংরেজির নীল পুজা বা নীল ষষ্ঠী ২৯ চৈত্র ১৪২৯, ইংরেজির ১৩ এপ্রিল, বৃহস্পতিবার ২০২৩ পালিত হবে

Bangla

নীল উৎসবের সূচণার পৌরানিক কাহিনি

কাহিনি অনুসারে, দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন-পালন করে শিবের সঙ্গে বিয়ে দেন।

Image credits: Getty
Bangla

নীল উৎসবের সূচণার পৌরানিক কাহিনি

বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপারূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন

Image credits: Getty
Bangla

নীল উৎসবের সূচণার পৌরানিক কাহিনি

রাজা-রাণীও শোকে প্রাণবিসর্জন দেন। নীলপূজা শিব ও নীলাবতীরই বিবাহ-অনুষ্ঠানের স্মারক।

Image credits: Getty
Bangla

নীল উৎসবের সূচণার পৌরানিক কাহিনি

নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম।

Image credits: Getty
Bangla

নীল উৎসবের সূচণার পৌরানিক কাহিনি

নীল বা শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষ্যে লৌকিক আচার-অনুষ্ঠান সংঘটিত হয়

Image credits: Getty
Bangla

নীল ষষ্ঠীর উৎসবের বিশেষত্ব

সন্তানের মঙ্গল কামনায় হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় 'নীল ষষ্ঠী'র ব্রত করে। নীলপূজার পর সন্ধ্যাবেলায় শিবমন্দিরে বাতি দিয়ে জলগ্রহণ করে

Image credits: Getty
Bangla

নীল ষষ্ঠীর উৎসবের বিশেষত্ব

নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্রসংক্রান্তির আগে নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীলপূজার আগের দিন অধিবাস, অধিক রাতে বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হয়

Image credits: Getty
Bangla

নীল ষষ্ঠীর উৎসবের বিশেষত্ব

নীলের গানকে বলা হয় অষ্টক গান। ঐদিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিবপূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন

Image credits: Getty
Bangla

নীল ষষ্ঠীর উৎসবের বিশেষত্ব

সাধারণত চড়ক উৎসবের আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন।

Image Credits: Getty