Bangla

শ্রাদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু জেনে নিন

যে তারিখে পূর্বপুরুষদের মৃত্যু হয়েছিল সেই তারিখেই শ্রাদ্ধ করতে হবে। পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানা না থাকলে কি করতে হবে, জেনে নিন

Bangla

১৪ অক্টোবর পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে

২৯ সেপ্টম্বর থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হয়েছে যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এই সময়ে মৃত্যু তিথিতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে হবে।

Image credits: Getty
Bangla

শ্রাদ্ধের এই তিথিগুলো বিশেষ-

যদি কোনও পূর্বপুরুষের মৃত্যুর তারিখ মনে না থাকে তবে তার শ্রাদ্ধ অনেক বিশেষ তিথিতে করা যেতে পারে। এতে তার আত্মার শান্তি আসে। জেনে নিন সেই বিশেষ তারিখগুলো কোনটি-

Image credits: Getty
Bangla

পঞ্চমী তিথিতে অবিবাহিত পূর্বপুরুষদের শ্রাদ্ধ করুন-

যদি কোনও পূর্বপুরুষ অবিবাহিত অবস্থায় মারা যান এবং তার মৃত্যুর তারিখ জানা না থাকে, তাহলে তার আত্মার শান্তির জন্য পঞ্চমী তিথিতে শ্রাদ্ধ করুন।

Image credits: Getty
Bangla

মাতৃ নবমীতে শ্রাদ্ধ করুন-

যদি পরিবারের কেউ বার্ধক্যে মারা যায় এবং তার মৃত্যুর তারিখ জানা না থাকে তবে নবমীতিথিতে তার শ্রাদ্ধ করুন। একে মাতৃ নবমী বলা হয়। এই বছরে এই তারিখে ২৭ অক্টোবর শনিবার

Image credits: Getty
Bangla

চতুর্দশী তিথিও বিশেষ

দুর্ঘটনা বা খুন অথবা আত্মহত্যায় নিহতদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধপক্ষের চতুর্দশী বিশেষ তিথি। এই তিথিতে তর্পণ পিন্ডদান দেওয়ার প্রথা রয়েছে। এই তারিখ ১৩ অকর্টোবর শুক্রবার পড়েছে।

Image credits: Getty
Bangla

অমাবস্যায় সকলের জন্য শ্রাদ্ধ করুন

অমাবস্যায় আপনার গোত্রের পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করা যেতে পারে। এটি তাদের আত্মায় শান্তি নিয়ে আসে। একে বলা হয় সর্ব পিতৃ অমাবস্যা। এবার এঅ তারিখ ১৪ অক্টোবর শনিবার পড়েছে।

Image credits: Getty

দেবী মনসার পুরাণকথায় ছড়িয়ে আছে একাধিক গল্প

বাবা খেরেশ্বর ধাম, এখনও এই মন্দিরে পুজো করেন মহাভারতের এক যোদ্ধা

মা সারদার ১০ বাণী যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক

এঁরা হিন্দুশাস্ত্রের দেব-দেবী, চিনে নিন এদের বাহনদের