সাধারণত আমরা মন্দিরে গেলে, দেবদেবীর পূজা করার পর কিছুক্ষণ মন্দিরের ভিতরে বসে ধ্যান করি।
অনেকে মন্দিরের সিঁড়িতে বসে ধ্যান করতে দেখা যায়।
মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বসলে শুধু শান্তিই নয়, আরও অনেক উপকার পাওয়া যায়, জানেন কি?
মন্দিরের শিখরকে দেব-দেবীর মুখ বলে মনে করা হয়। তাই শিখরের গুরুত্ব অপরিসীম।
মন্দিরের সিঁড়িকে দেব-দেবীর চরণপদ্ম বলে মনে করা হয়। তাই এটি একটি পবিত্র স্থান।
সিঁড়িতে বসে ইষ্টদেবতার ধ্যান করলে মনস্কামনা পূর্ণ হয়। ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকে।
মন্দিরের সিঁড়িতে বসে এই মন্ত্রটি জপ করুন - 'অনায়াসেন মরণং বিনা দৈন্যেন জীবনম্ । দেহান্তে তব সান্নিধ্যং দেহি মে পরমেশ্বরম্ ॥'
এর অর্থ - যন্ত্রণাহীন মৃত্যু, বিনয়ী জীবন এবং মৃত্যুকালে ঈশ্বরের সান্নিধ্য লাভ।
শান্তিপূর্ণ জীবনের জন্য ভগবত গীতা
গণেশ পুজো করার আগেই জানুন দেবতার প্রিয় খাবারগুলি, সেগুলি দেবেন ভোগে
মন্দিরের সিঁড়িতে বসে ধ্যান করলে এইগুলি অবশ্যই আপনি পাবেন
ভগবত গীতার বিশেষ কিছু পাঠ, জীবনে নেমে আসবে শান্তি, সুখ ও সমৃদ্ধি