সাধারণত আমরা মন্দিরে গেলে, সেখানে দেবতার প্রণাম করে পূজা করার পর মন্দিরের ভিতরে কিছুক্ষণ বসে ধ্যান করি।
আবার অনেকে মন্দিরের সিঁড়িতে বসে ধ্যান করতে দেখা যায়।
কিন্তু মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বসলে শুধু শান্তিই নয়, এর সঙ্গে আরও অনেক উপকার পাওয়া যায়, জানেন কি?
মন্দিরের শিখর দেবতার মুখ বলে মনে করা হয়। তাই শিখরকে অনেক গুরুত্ব দেওয়া হয়।
মন্দিরের সিঁড়িকে দেবতার চরণপাদুকা বলে মনে করা হয়। তাই এই জায়গা খুবই পবিত্র।
সিঁড়িতে বসে ইষ্টদেবতার স্মরণ করলে মনস্কামনা পূর্ণ হয়। দেবতার কৃপাদৃষ্টি আপনার উপর থাকে।
মন্দিরের সিঁড়িতে বসে মন্ত্র জপ করতে হবে। 'অনায়াসেন মরণং বিনা দৈন্যেন জীবনম্ । দেহান্তে তব সান্নিধ্যং দেহি মে পরমেশ্বরম্ ॥' এই মন্ত্রটি জপ করুন।
এর অর্থ হল, যন্ত্রণাবিহীন মৃত্যু, বিনয়ী জীবন এবং দেবতার সান্নিধ্যে মৃত্যু হোক।
ভগবত গীতার বিশেষ কিছু পাঠ, জীবনে নেমে আসবে শান্তি, সুখ ও সমৃদ্ধি
বাড়িতে টাকা থাকে না? জেনে নিন এর ৭টি কারণ
রুপোর নাকের ফুল পরার জ্যোতিষীয় উপকারিতা
মন্দিরে গিয়ে অবশ্যই সিঁড়িতে বসুন, জানেন কী কী লাভ হয়?