সাধারণত আমরা মন্দিরে গেলে, দেবদেবীর পূজা করার পর কিছুক্ষণ মন্দিরের ভিতরে বসে ধ্যান করি।
অনেকে মন্দিরের সিঁড়িতে বসে ধ্যান করতে দেখা যায়।
মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বসলে শুধু শান্তিই নয়, আরও অনেক উপকার পাওয়া যায়, জানেন কি?
মন্দিরের শিখরকে দেব-দেবীর মুখ বলে মনে করা হয়। তাই শিখরের গুরুত্ব অপরিসীম।
মন্দিরের সিঁড়িকে দেব-দেবীর চরণপদ্ম বলে মনে করা হয়। তাই এটি অত্যন্ত পবিত্র স্থান।
সিঁড়িতে বসে ইষ্টদেবতার ধ্যান করলে মনস্কামনা পূর্ণ হয়। ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকে।
মন্দিরের সিঁড়িতে বসে এই মন্ত্রটি জপ করুন - 'অনায়াসেন মরণং বিনা দৈন্যেন জীবনম্ । দেহান্তে তব সান্নিধ্যং দেহি মে পরমেশ্বরম্ ॥'
এর অর্থ - যন্ত্রণাহীন মৃত্যু, বিনয়ী জীবন এবং মৃত্যুকালে ঈশ্বরের সান্নিধ্য লাভ।
শনিবারে জন্মগ্রহণকারীদের ভবিষ্যৎ কেমন হয়, কতটা ভাগ্যবান হন তারা?
রাখির দিন ভাইবোনেরা কখনই এই কয়েকটা ভুল করবেন না, হতে পারে ক্ষতি
রাখি পূর্ণিমায় এড়িয়ে চলুন এই ভুলগুলি
গুরু পূর্ণিমা ২০২৫: সৌভাগ্য বৃদ্ধি করার জন্য ৫টি অনন্য উপায়, দেখে নিন