Bangla

রবিবারে কোন জিনিসপত্র কেনা উচিত নয়?

এই পোস্টে রবিবার কোন কোন জিনিসপত্র কেনা উচিত নয় তা জেনে নিন। এগুলি কিনলে নেমে আসতে পারে বড় ক্ষতি।

Bangla

আসবাবপত্র

রবিবারে আসবাবপত্র কেনা উচিত নয়। এতে ঘরোয়া কলহ হতে পারে।

Image credits: pinterest
Bangla

ধারালো জিনিসপত্র

রবিবারে ধারালো জিনিসপত্র কেনা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে।

Image credits: Pinterest
Bangla

গাড়ি কেনা নয়!

গাড়ি কিনতে চাইলে রবিবার কেনা উচিত নয়। এতে দেবীর অসন্তুষ্টি হতে পারে।

Image credits: Facebook
Bangla

নতুন বাসন

রবিবারে নতুন বাসনপত্র কেনা উচিত নয়। এতে আর্থিক অবস্থার অবনতি হতে পারে।

Image credits: freepik
Bangla

লাল রঙের জিনিসপত্র

রবিবারে লাল রঙের জিনিসপত্র কখনোই কেনা উচিত নয়। এতে ঘরের শান্তি বিনষ্ট হতে পারে।

Image credits: our own
Bangla

চোখের জিনিসপত্র

চোখের সাথে যুক্ত কোন জিনিসপত্র কিনতে চাইলে রবিবার কেনা উচিত নয়। এতে চোখের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

Image credits: Dinesh Karthik Instagram
Bangla

ধর্মীয় জিনিসপত্র

রবিবারে ধর্মীয় জিনিসপত্র কেনা উচিত নয়। এতে পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে।

Image credits: social media

খাবার পরে সেই থালার মধ্যে হাত ধোয়া কি আদৌ ঠিক? অনেকেই করেন এই ভুল

সারাক্ষণ গলায় রুপোর চেন পরে থাকেন? জানেন এর কী কী উপকারিতা রয়েছে

মানি প্ল্যান্ট বসান এই বিশেষ দিনে, হুড়মুড়িয়ে হাতে আসবে টাকা

তুলসী আর মানি প্ল্যান্ট রাখলে কি আদৌ কোনও লাভ হয়? জেনে নিন বাস্তু টিপস