এই পোস্টে রবিবার কোন কোন জিনিসপত্র কেনা উচিত নয় তা জেনে নিন। এগুলি কিনলে নেমে আসতে পারে বড় ক্ষতি।
রবিবারে আসবাবপত্র কেনা উচিত নয়। এতে ঘরোয়া কলহ হতে পারে।
রবিবারে ধারালো জিনিসপত্র কেনা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে।
গাড়ি কিনতে চাইলে রবিবার কেনা উচিত নয়। এতে দেবীর অসন্তুষ্টি হতে পারে।
রবিবারে নতুন বাসনপত্র কেনা উচিত নয়। এতে আর্থিক অবস্থার অবনতি হতে পারে।
রবিবারে লাল রঙের জিনিসপত্র কখনোই কেনা উচিত নয়। এতে ঘরের শান্তি বিনষ্ট হতে পারে।
চোখের সাথে যুক্ত কোন জিনিসপত্র কিনতে চাইলে রবিবার কেনা উচিত নয়। এতে চোখের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
রবিবারে ধর্মীয় জিনিসপত্র কেনা উচিত নয়। এতে পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে।
খাবার পরে সেই থালার মধ্যে হাত ধোয়া কি আদৌ ঠিক? অনেকেই করেন এই ভুল
সারাক্ষণ গলায় রুপোর চেন পরে থাকেন? জানেন এর কী কী উপকারিতা রয়েছে
মানি প্ল্যান্ট বসান এই বিশেষ দিনে, হুড়মুড়িয়ে হাতে আসবে টাকা
তুলসী আর মানি প্ল্যান্ট রাখলে কি আদৌ কোনও লাভ হয়? জেনে নিন বাস্তু টিপস