Bangla

বিজয় হাজারে ট্রফি

বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বিদর্ভের আমন মোখাদে। দেবদূত পাডিক্কালকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। জেনে নিন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার প্রথম আটজন কে কে রয়েছেন?

Bangla

আমন মোখাদে

বিদর্ভের হয়ে খেলা মোখাদে ১০টি ম্যাচ থেকে ৮১৪ রান করেছেন। তার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি।

Image credits: Social Media
Bangla

দেবদূত পাডিক্কাল

কর্ণাটকের তারকা দেবদূতের সংগ্রহে ৯টি ম্যাচ খেলে ৭২৫ রান। ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি।

Image credits: Social Media
Bangla

হারভিক দেশাই

সৌরাষ্ট্রের এই তারকা ১০টি ম্যাচে ৫৮১ রান করেছেন। তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।

Image credits: Social Media
Bangla

পুখরাজ মান

হিমাচল প্রদেশের হয়ে খেলা এই তারকা সাতটি ম্যাচে ৫৫৮ রান করেছেন। ৩টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।

Image credits: Social Media
Bangla

ধ্রুব জুরেল

উত্তরপ্রদেশের হয়ে খেলা জুরেল সাতটি ম্যাচে ৫৫৮ রান করেছেন। দুটি সেঞ্চুরিও করেছেন তিনি।

Image credits: Social Media
Bangla

বিশ্বরাজ জাদেজা

সৌরাষ্ট্রের এই তারকা ১০টি ম্যাচে ৫৪৫ রান করেছেন। তিনি তিনটি সেঞ্চুরি করেছেন।

Image credits: Social Media
Bangla

আনমোলপ্রীত সিং

পাঞ্জাবের এই তারকা ৯টি ম্যাচে ৫২৭ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।

Image credits: Social Media
Bangla

ধ্রুব শোরে

বিদর্ভের শোরে নয়টি ম্যাচ থেকে ৫১৫ রান করেছেন। তার মধ্যে ২টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে।

Image credits: Social Media

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা

বিশ্বকাপ তারকা আগ্রার মেয়ে দীপ্তি শর্মা কে? কী করেন তার বাবা-মা জানেন

ভারতীয় ক্রিকেটারদের ১০টি দামি বাড়ি: দেখুন তাঁদের বিলাসবহুল জীবন

রান্না না করে কাঁচা খাওয়া উচিত এমন ৬টি সবজি