এশিয়া কাপে ২১ ইনিংসে ৯৭১ রান করেন সচিন তেন্ডুলকর। এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সচিনেরই।
এশিয়া কাপে এখনও পর্যন্ত ২১ ইনিংসে ৭৪৫ রান করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবারের এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে সচিন তেন্ডুলকরকে টপকে যেতে পারেন রোহিত।
ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে তৃতীয় সর্বাধিক রান প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তিনি ১৬ ইনিংসে ৬৪৮ রান করেন।
এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় ৪ নম্বরে বিরাট কোহলি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১০ ইনিংসে ৬১৩ রান করেছেন বিরাট।
এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের তালিকায় ৫ নম্বরে গৌতম গম্ভীর। ১৩ ইনিংসে তিনি করেন ৫৭৩ রান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, এবারের এশিয়া কাপ চলবে ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়।
এখনও পর্যন্ত যতবার এশিয়া কাপ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতই। গতবার অবশ্য ফাইনালে উঠতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
Ashes 2023: অ্যাশেজের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোন ব্যাটাররা?
সতীর্থ রবীন্দ্র জাদেজাকে নকল করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা!
এম এস ধোনির শাশুড়ি, ৮০০ কোটি টাকার কোম্পানির মালকিন, চিনুন তাঁকে
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি, স্টিভ স্মিথের নজির ছাপিয়ে গেলেন বাবর আজম