এই বিত্তের মাত্রা এতটাই যে অবাক হতে হবে। কারণ ধোনির শাশুড়ি নাকি ৮০০ কোটি অর্থমূল্যের এক সংস্থার মালকিন
Cricket Jun 15 2023
Author: Web Desk - ANB Image Credits:google
Bangla
কে এই শীলা সিং
আগেই আমরা বলেছি শীলা সিং হলেন ধোনির শাশুড়ি, তার মেয়ে হলে সাক্ষী সিং ধোনি। শীলা আসলে উত্তরাখণ্ডের মেয়ে
Image credits: Instagram
Bangla
৮০০ কোটি টাকার সংস্থা
এম এস ধোনির শাশুড়ি শীলা সিং এমন একটি সংস্থার মালকিন যার মোট মূল্য ৮০০ কোটি টাকা
Image credits: Facebook
Bangla
ধোনির কোম্পানির আবার সিইও শীলা
এম এস ধোনি ফিল্মি প্রোডাকশন কোম্পানি খুলেছেন। সংস্থার অধীনে আছে একাধিক সংস্থা। পাক্কা ব্যাবসায়ীর মতো অর্থ লগ্নি করছেন ধোনি। নিজের সংস্থার জন্য বেছে নিয়েছেন শাশুড়িকে। করেছেন সিইও
Image credits: Facebook
Bangla
শীলা সিং-এর নেতৃত্বে এগিয়ে চলেছে ধোনি-র সংস্থা
শাশুড়ি শীলা সিং বেশ বিচক্ষণতার সঙ্গে নাকি ধোনির এন্টারটেনমেন্ট সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন। সঙ্গে নিয়েছেন মেয়ে তথা ধোনির স্ত্রী সাক্ষী সিং-কেও। আর মা-মেয়ের জুটি এগিয়ে চলেছেন
Image credits: Instagram
Bangla
ধোনির শ্বশুর করেন কি?
ধোনির শ্বশুর মানে শীলা সিং-এর বর আরকে সিং- একটা সময় ধোনির বাবা পান সিং ধোনির সঙ্গে বিন্নাগুড়ি টি কোম্পানিতে কাজ করতেন। পরে অবশ্য ধোনির শ্বশুর অন্যত্র চাকরি নিয়ে চলে যান
Image credits: Instagram
Bangla
ধোনির শাশুড়ি প্রথম গৃহবধূর জীবন যাপন করতেন
বিয়ের পর ধোনির শাশুড়ি শীলা সিং গৃহবধূর জীবন-যাপন করতেন। পরে তিনি তাঁর জামাই ও মেয়ে-র সঙ্গে কাজ শুরু করে দেন।
Image credits: Facebook
Bangla
গত ৩ বছর ধরে ধোনির সংস্থার সিইও শীলা
৩ বছরের বেশি সময় ধরে ধোনির সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন শীলা। মেয়ে সাক্ষীর সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সংস্থার কর্মকাণ্ড। এই মুহূর্তে এই সংস্থার মূল মূল্য ৮০০ কোটি টাকা
Image credits: Facebook
Bangla
ধোনির মোট সম্পত্তি
ধোনি নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। ক্রিকেট দুনিয়ার সাফল্য তাঁকে বিশাল রকমের অর্থবান হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিল। যার সুবাদে এই মুহূর্তে ধোনির সম্পত্তির আনুমানিক মূল্য ১০৩০ কোটি টাকা