Bangla

বুধবার ৩০ বছর পূর্ণ করলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

জন্মদিনে ওডিআই বিশ্বকাপের ম্যাচ খেলতে ব্যস্ত ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Bangla

জন্মদিনে ছেলে অগস্ত্যর কাছ থেকে বিশেষ উপহার পেলেন হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এবারের জন্মদিনে ছেলে অগস্ত্যর কাছ থেকে যে উপহার পেয়েছেন, সেটা ভাবতেই পারেননি।

Image credits: Instagram
Bangla

নিজে একটি বোর্ড বানিয়ে হার্দিক পান্ডিয়াকে উপহার দিয়েছে ছেলে অগস্ত্য

হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, তাঁর ছেলে অগস্ত্য নিজে একটি বোর্ড বানিয়েছে। সেটাই তাঁকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে।

Image credits: Instagram
Bangla

এবারের জন্মদিন অবশ্য জাতীয় দলের সতীর্থদের সঙ্গেই কাটাচ্ছেন হার্দিক

ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ খেলতে ব্যস্ত হার্দিক পান্ডিয়া। ফলে এবারের জন্মদিন পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন না তিনি।

Image credits: Instagram
Bangla

আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোই হার্দিকের লক্ষ্য

আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখানোই হার্দিক পান্ডিয়ার একমাত্র লক্ষ্য।

Image credits: Instagram
Bangla

২০২০-তে জন্ম হয় হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের ছেলে অগস্ত্যর

ক্রিকেট খেলতে ব্যস্ত থাকায় ছেলে অগস্ত্যর সঙ্গে সবসময় দেখা হয় না হার্দিক পান্ডিয়ার। তবে সুযোগ পেলেই তিনি ছেলের সঙ্গে সময় কাটান।

Image credits: Instagram
Bangla

অগস্ত্যর জন্মদিনে প্রতিবারই বিশেষ উৎসব পালন করেন হার্দিক পান্ডিয়া

অগস্ত্যর প্রথম জন্মদিনে বস বেবি থিম করেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। দ্বিতীয় জন্মদিনের থিম ছিল জুরাসিক ওয়ার্ল্ড। 

Image credits: Instagram
Bangla

ছেলে অগস্ত্যকে সঙ্গে নিয়েই ধূমধাম করে বিয়ে সেরেছেন হার্দিক ও নাতাসা

২০২০ সালে করোনা অতিমারীর সময় বিয়ের কোনও অনুষ্ঠান করতে পারেননি হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ। পরে তাঁরা জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছেন।

Image credits: Instagram
Bangla

গতবারের জন্মদিনেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি হার্দিক পান্ডিয়া

গতবারের জন্মদিনে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন হার্দিক পান্ডিয়া। এবার দেশের মাটিতেই ওডিআই বিশ্বকাপ খেলছেন।

Image credits: Instagram
Bangla

এখনও পর্যন্ত ওডিআই বা টি-২০ বিশ্বকাপ জিততে পারেননি হার্দিক পান্ডিয়া

এবার দেশের মাটিতে জাতীয় দলকে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই হার্দিক পান্ডিয়ার লক্ষ্য।

Image credits: Instagram

Shreyas Iyer: ওডিআই বিশ্বকাপে ধাওয়ানের রেকর্ড ভাঙার লক্ষ্যে শ্রেয়াস

ICC Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ ট্রফি বানাতে কত খরচ হয়েছে?

ICC Cricket World Cup 2023: এই বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন যাঁরা..

Cricket World Cup 2023: বিশ্বকাপে সফলতম অলরাউন্ডার হতে পারেন হার্দিক