ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের বড় ভরসা। তাঁর উপর ভারতের সাফল্য নির্ভর করছে।
এবারের এশিয়া কাপে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার ওডিআই বিশ্বকাপে বড় স্কোর করতে চান এই তারকা ব্যাটার।
ভারতের মাটিতে আইপিএল-এ খেলার অভিজ্ঞতা আছে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খানের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে চান রশিদ।
এবারের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাও নজর কেড়ে নিতে পারেন। ভালো ফর্মে আছেন এই বোলার। ভারতের মাটিতে সাফল্য পাওয়াই তাঁর লক্ষ্য।
এবারের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সাফল্য পেতে মরিয়া হেইনরিখ ক্লাসেন। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন তিনি।
এবারের ওডিআই বিশ্বকাপে খেলার কথা ছিল না ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের। তিনি ওডিআই ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন এই অলরাউন্ডার।
ওডিআই বিশ্বকাপের আগে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। বিতর্ক থামাতে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া শাকিব।
চোটের জন্য ওডিআই বিশ্বকাপে খেলতে পারছেন না পাকিস্তানের পেসার নাসিম শাহ। ফলে পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার ভার শাহিন শাহ আফ্রিদির উপর।
আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এবারের ওডিআই বিশ্বকাপেও তিনি দলের ভরসা।
শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিসা পাথিরানা সম্প্রতি দুর্দান্ত ফর্মে। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখান তিনি। এশিয়া কাপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।