২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে কোণঠাসা অবস্থা থেকে ভারতীয় দলকে জেতান বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই অবস্থা থেকে ভারতকে জেতান বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৮২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ ইনিংসকেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তাঁর সেরা ইনিংস বলে উল্লেখ করেছেন বিরাট কোহলি।
৩৭ বলে ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া। তিনি বিরাট কোহলিকে যথাযোগ্য সাহায্য করেন। এই জুটিই ভারতীয় দলকে ম্যাচ জেতায়।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মেলবোর্নে অভূতপূর্ব উন্মদনা দেখা যায়। দুই দেশেরই অনেক সমর্থক মাঠে ছিলেন। তাঁদের সামনে নজর কেড়ে নেন বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের বোলিংয়ে অবিশ্বাস্য কয়েকটি শট খেলে ভারতকে জেতান বিরাট কোহলি।
বিরাট কোহলির কেরিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২।