ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির অন্যতম প্রিয় মাঠ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। তিনি এই মাঠে ফের দুর্দান্ত ইনিংস খেললেন।
এই নিয়ে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় শতরান করলেন বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান করে ভারতীয় দলকে সহজ জয় এনে দিলেন বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার মাধ্যমে ওডিআই ফর্ম্যাটে ৪৮টি শতরান করে ফেললেন বিরাট কোহলি।
ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড আছে সচিন তেন্ডুলকরের। আর ২টি শতরান করলেই সচিনের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে ১০৩ রান করে অপরাজিত থাকার সুবাদে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে বিরাট কোহলির মোট রান ২৬,০২৬।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের হিসেবে এখন সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের পর চতুর্থ স্থানে বিরাট কোহলি।
২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে শতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর বৃহস্পতিবারই প্রথম শতরান করলেন বিরাট।
বৃহস্পতিবার প্রায় ৬ বছর পর ওডিআই ফর্ম্যাটে বোলিং করতে দেখা গেল বিরাট কোহলিকে।
বাংলাদেশের বিরুদ্ধে ৩ বল করে ২ রান দেন বিরাট কোহলি। তাঁর বোলিং দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।