Bangla

আইসিসি বর্ষসেরা মহিলা টি-২০ দলে জায়গা পেয়েছেন সুন্দরী স্মৃতি মন্ধানা

ভারতীয় ক্রিকেটের 'গ্ল্যামার ক্যুইন' স্মৃতি মন্ধানা আইসিসি বর্ষসেরা মহিলা টি-২০ দলে জায়গা করে নিয়েছেন।

Bangla

ক্রিকেট মাঠে পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের জন্যও জনপ্রিয় স্মৃতি

ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা ক্রিকেট ছাড়াও তাঁর সৌন্দর্যের জন্যেও আলোচনায় থাকেন। তিনি এই ক্ষেত্রে বলিউড নায়িকাদের টেক্কা দেন।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা

স্মৃতি মন্ধানা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তাঁর আবেদন এবং স্টাইল প্রতিটি ভক্তকে মুগ্ধ করে।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

সুন্দরী স্মৃতি মন্ধানা যে কোনও পোশাকেই অত্যন্ত সুন্দরভাবে মানিয়ে যান

তিনি যে কোনও পোশাকেই অত্যন্ত সুন্দর দেখান। ব্যক্তিগত জীবন তিনি আনন্দের সঙ্গে উপভোগ করেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন

খেলার মাঠে স্মৃতি মন্ধানা ইতিহাস রচনা করেছেন। বিশ্বের বিখ্যাত ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে গণ্য হন। তার দক্ষতা দিয়ে তিনি ভারতের জন্য অনেক বড় অবদান রেখেছেন।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

ফিটনেসের ক্ষেত্রে কখনও আপস করেন না স্মৃতি মন্ধানা, তিনি সতর্ক থাকেন

ক্রিকেটার স্মৃতি ফিটনেসের প্রতি পর্যাপ্ত যত্নবান। তিনি নিয়মিত ডায়েট এবং ব্যায়াম করেন। ফিটনেসের ক্ষেত্রে কোনও আপস করেন না।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

দেশের অন্যতম সেরা ক্রিকেটার স্মৃতি মন্ধানাকে 'ন্যাশনাল ক্রাশ' বলা হয়

স্মৃতি মন্ধানা ভারতীয় পোশাকেও অনেক সুন্দর দেখান। তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' বলা হয় এবং এর পিছনে প্রধান কারণ হল তাঁর সৌন্দর্য।

Image credits: insta/smritii_mandhana_018
Bangla

ক্রিকেট মাঠে সাফল্যের সুবাদে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন স্মৃতি

আয়ের দিক থেকে স্মৃতি মন্ধানা বিশ্বের ধনী মহিলা ক্রিকেটারদের মধ্যে একজন। রিপোর্ট অনুযায়ী, তাঁর কাছে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Image credits: insta/smritii_mandhana_018

ঠিক ৪৭টি একদিনের ম্যাচের পর গিল বনাম বাবরের লড়াই! কে শ্রেষ্ঠ?

সারা তেন্ডুলকরের গোপন সৌন্দর্যের রহস্য জানেন?

চাহাল-ধনশ্রীর সম্পর্কে কে বিষ ঢালল? তাহলে কি বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা?

यশস্বী জয়সওয়ালের বিলাসবহুল গাড়ির সংগ্রহ দেখলে চমকে যাবেন আপনিও