বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের হয়ে ৫০০-তম ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি।
এখন যাঁরা ভারতীয় দলের হয়ে খেলছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি।
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি।
ভারতের হয়ে ৬৬৪টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। ৫৩৫ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৫০৩ ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়।
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মাত্র ২ জন ব্যাটার ২৫ হাজারের বেশি রান করেছেন। তাঁদের অন্যতম বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে যে ব্যাটাররা ২৫ হাজার রান করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে ভালো গড় বিরাট কোহলির। তাঁর স্ট্রাইক রেটও সবচেয়ে ভালো।
যে ৩ ব্যাটার আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজার রান করে দলকে জিতিয়েছেন, তাঁদের অন্যতম বিরাট কোহলি। তাঁর করা ১৬,৪৯৬ রানের ক্ষেত্রে জয় পেয়েছে ভারত।
ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১২,৮৯৮ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড় ৫৭.৩২।
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শতরান বিরাটেরই।
বিরাট কোহলি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন।