বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়োসায়াল। এটাই আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান।
এতদিন আইপিএল-এ দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল কে এল রাহুল ও প্যাট কামিন্সের। এই দুই ব্যাটারই ১৪ বলে অর্ধশতরান করেন। বৃহস্পতিবার ইডেনে সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সোয়াল।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম ওভারে ২৬ রান করেন যশস্বী জয়সোয়াল। নীতীশ রানার বলে ২টি ওভার-বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি মারেন যশস্বী।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন যশস্বী জয়সোয়াল। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস। ৪১ বল বাকি থাকতেই জয় পেল যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসনের দল।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যশস্বী জয়সোয়ালের অসাধারণ ইনিংস দেখে মুগ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা বিরাট কোহলিও।
যশস্বী জয়সোয়ালের অসাধারণ ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি লিখেছেন, ‘অনেকদিন পর এরকম ভালো ব্যাটিং দেখলাম। অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার যশস্বী জয়সোয়াল।’
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাওয়ার প্লে-র শেষে ২৩ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন যশস্বী জয়সোয়াল। পাওয়ার প্লে-তে সর্বাধিক রানের তালিকায় ৪ নম্বরে যশস্বী।
সারা বিশ্বের টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন যশস্বী জয়সোয়াল। ২০১০ সালে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতরান করেন সমারসেটের মার্কাস ট্রেসকোথিক।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ সিং। ২০১৬ সালের আইপিএল-এ ১২ বলে অর্ধশতরান করেন ক্রিস গেইল। সুনীল নারিনের ১৩ বলে অর্ধশতরান আছে।