রবিবার আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ১৪২ রান যোগ করেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। এই জুটিই গুজরাট টাইটানসের জয় নিশ্চিত করে দেয়।
ঋদ্ধিমান সাহার প্রশংসা করে শুবমান গিল বলেছেন, 'ঋদ্ধিমান সাহার সঙ্গে ব্যাটিং করতে দারুণ লাগে। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে।'
ঋদ্ধিমান সাহার প্রশংসা করে শুবমান গিল বলেছেন, 'ও আইপিএল-এর প্রথম মরসুম থেকে খেলছে। ও যেভাবে ফিটনেস ধরে রেখেছে এবং সঙ্গ দেয়, সেটা অসাধারণ।'
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অসাধারণ পারফরম্যান্স দেখালেন গুজরাট টাইটানসের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। তাঁদের দাপটে ২ উইকেটে ২২৭ রান করে গুজরাট।
রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৪৩ বলে ৮১ রান করে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। চলতি আইপিএল-এ এটাই তাঁর সর্বাধিক স্কোর।
আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা। এর আগে ২১ বলে অর্ধশতরান করেন বিজয় শঙ্কর। তাঁর রেকর্ড ভেঙে দিলেন ঋদ্ধিমান।
চলতি আইপিএল-এ পাওয়ার প্লে-তে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ২৩ বলে ৫৪ রান করেন ঋদ্ধিমান।
নিজেদের গড়া ১০৬ রানের রেকর্ড ভেঙে আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল।
গুজরাট টাইটানসের ২ উইকেটে ২২৭ রানের জবাবে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ সুপার জায়ান্টস। ৫৬ রানে জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটানস। প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রেও বাকি দলগুলির চেয়ে এগিয়ে ঋদ্ধিমান সাহারা।