রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ছাপিয়ে আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচেই নতুন নজির গড়েন রোহিত শর্মা।
শুক্রবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৯ রান করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জোড়া ওভার-বাউন্ডারি মারেন। এর মাধ্যমেই নতুন নজির গড়েন রোহিত।
আইপিএল-এ এখনও পর্যন্ত ২৫২টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
আইপিএল-এ ১৮৪ ম্যাচ খেলে ২৫১টি ওভার-বাউন্ডারি মারেন এবি ডিভিলিয়ার্স। শুক্রবার ২৫১-তম ওভার-বাউন্ডারি মেরে সেই রেকর্ড ছাপিয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মা এখনও অনেকদিন আইপিএল-এ খেলবেন। ফলে ক্রিস গেইলকে টপকে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়ার সুযোগ পাবেন রোহিত।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-সহ বিভিন্ন দলের হয়ে খেলেছেন ক্রিস গেইল। আইপিএল-এ ৩৫৭টি ওভার-বাউন্ডারি মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ব্যাটার।
আইপিএল-এ ক্রিস গেইলের সর্বাধিক ওভার-বাউন্ডারির রেকর্ড টপকাতে হলে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে ভালো ফর্ম অব্যাহত রাখতে হবে। কারণ, তাঁর চেয়ে অনেকটাই এগিয়ে গেইল।
আইপিএল-এ এখনও পর্যন্ত ২৩৯টি ওভার-বাউন্ডারি মেরেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২৯টি ওভার-বাউন্ডারি মেরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি।
আইপিএল-এ এখনও পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস। এবারের আইপিএল-এর শুরুটা ভালো করতে না পারলেও, ঘুরে দাঁড়িয়েছে রোহিত শর্মার দল। ফের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।