চলতি আইপিএল-এ এখনও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন বোলাররা? রইল তালিকা
সাময়িক বিরতির পর ফের চালু হয়েছে আইপিএল ২০২৫। লিগ পর্যায়ের ম্যাচ শেষের দিকে। জমে উঠেছে পার্পল ক্যাপের লড়াই।
Cricket May 22 2025
Author: Soumya Gangully Image Credits:ANI
Bangla
আইপিএল ২০২৫-এ প্লে-অফের ৪ দল চূড়ান্ত, এখন চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮-তম আসর বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। প্লে-অফের জন্য চারটি দলও নির্বাচিত হয়ে গিয়েছে।
Image credits: ANI
Bangla
চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ৫ বোলার
এরই মধ্যে, আসুন আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই সেই পাঁচজন বোলারের সঙ্গে যাঁরা এখনও পর্যন্ত আইপিএল ২০২৫-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। সবাই যেন তোপের মতো বোলিং করেছেন।
Image credits: ANI
Bangla
চলতি আইপিএল-এ পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ
পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন গুজরাট টাইটানসের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। এই বোলার ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ২১ উইকেট নিয়েছেন।
Image credits: ANI
Bangla
পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ
দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের স্পিনার নূর আহমেদ। বাঁহাতি এই খেলোয়াড়ও ১৩ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন।