আইপিএল ১৮ শুরু হয়ে গেল শনিবার। এর আগে এই টি-২০ লিগের গত ১৭ মরসুমে অনেক বোলারই হ্যাটট্রিক করেছেন। কোন মরসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে জানেন?
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮-তম মরসুমের দামামা বেজে গেল। এই ক্রিকেট উৎসবে মোট ১০টি দলের মধ্যে জোর টক্কর হবে।
আজ আমরা আপনাকে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আইপিএল মরসুম সম্পর্কে জানাব। যেখানে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে।
আইপিএল-এর প্রথম মরসুম অর্থাৎ ২০০৮ সালে মোট তিনজন বোলার হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন। সেই বছর লক্ষ্মীপতি বালাজি, অমিত মিশ্র ও মাখায়া এনটিনি হ্যাটট্রিক করেছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমেও তিনজন বোলার হ্যাটট্রিক করেন। ২০০৯ সালের আইপিএল-এ যুবরাজ সিং দু'বার এবং রোহিত শর্মা একবার হ্যাটট্রিক করেছিলেন।
আইপিএল-এর ২০১৭ সালের মরসুমেও তিনবার হ্যাটট্রিক দেখার সুযোগ পাওয়া গিয়েছিল। সেই বছর স্যামুয়েল বদ্রী, অ্যান্ড্রু টাই ও জয়দেব উনাদকাট এই নজির গড়েছিলেন।
আইপিএল-এর ২০১৯ সালের মরসুমেও মোট তিনজন বোলার হ্যাটট্রিক করেছিলেন। সেই তালিকায় স্যাম কারান, শ্রেয়স গোপালের নাম আছে।
আইপিএল ২০১৩ ও ২০১৪ মরসুমে পরপর দু'বার হ্যাটট্রিক দেখা যায়। ২০১৩ সালে সুনীল নারিন ও অমিত মিশ্র এবং ২০১৪ সালে প্রবীণ তাম্বে ও শেন ওয়াটসন হ্যাটট্রিক করেন।