আইপিএল-এর কোন মরসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক দেখা গিয়েছে জানেন কি?
আইপিএল ১৮ শুরু হয়ে গেল শনিবার। এর আগে এই টি-২০ লিগের গত ১৭ মরসুমে অনেক বোলারই হ্যাটট্রিক করেছেন। কোন মরসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে জানেন?
Cricket Mar 22 2025
Author: Soumya Gangully Image Credits:ANI
Bangla
শনিবার সন্ধেয় কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর উদ্বোধন হয়ে গেল
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮-তম মরসুমের দামামা বেজে গেল। এই ক্রিকেট উৎসবে মোট ১০টি দলের মধ্যে জোর টক্কর হবে।
Image credits: ANI
Bangla
আইপিএল-এর গত ১৭ মরসুমের মধ্যে কোন বার সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে?
আজ আমরা আপনাকে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আইপিএল মরসুম সম্পর্কে জানাব। যেখানে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হয়েছে।
Image credits: ANI
Bangla
২০০৮ সালে শুরু হয় আইপিএল, সেই মরসুমে কোন বোলাররা হ্যাটট্রিক করেছিলেন?
আইপিএল-এর প্রথম মরসুম অর্থাৎ ২০০৮ সালে মোট তিনজন বোলার হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন। সেই বছর লক্ষ্মীপতি বালাজি, অমিত মিশ্র ও মাখায়া এনটিনি হ্যাটট্রিক করেছিলেন।
Image credits: ANI
Bangla
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাও হ্যাটট্রিক করেছেন!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমেও তিনজন বোলার হ্যাটট্রিক করেন। ২০০৯ সালের আইপিএল-এ যুবরাজ সিং দু'বার এবং রোহিত শর্মা একবার হ্যাটট্রিক করেছিলেন।
Image credits: x/ Ritika Sajdeh Team
Bangla
২০১৭ সালের আইপিএল-এও একাধিক বোলার হ্যাটট্রিকের নজির গড়ে চমকে দেন
আইপিএল-এর ২০১৭ সালের মরসুমেও তিনবার হ্যাটট্রিক দেখার সুযোগ পাওয়া গিয়েছিল। সেই বছর স্যামুয়েল বদ্রী, অ্যান্ড্রু টাই ও জয়দেব উনাদকাট এই নজির গড়েছিলেন।
Image credits: ANI
Bangla
২০১৯ সালের আইপিএল-এও মোট তিনজন বোলার হ্যাটট্রিক করার নজির গড়েছিলেন
আইপিএল-এর ২০১৯ সালের মরসুমেও মোট তিনজন বোলার হ্যাটট্রিক করেছিলেন। সেই তালিকায় স্যাম কারান, শ্রেয়স গোপালের নাম আছে।
Image credits: ANI
Bangla
আইপিএল-এর ২০১৩ ও ২০১৪ সালের মরসুমেও একাধিক বোলারের হ্যাটট্রিকের নজির
আইপিএল ২০১৩ ও ২০১৪ মরসুমে পরপর দু'বার হ্যাটট্রিক দেখা যায়। ২০১৩ সালে সুনীল নারিন ও অমিত মিশ্র এবং ২০১৪ সালে প্রবীণ তাম্বে ও শেন ওয়াটসন হ্যাটট্রিক করেন।