Bangla

আথিয়া শেট্টির বেবি বাম্প স্পষ্ট, কোলে আদুর ভঙ্গিতে স্বামী কে এল রাহুল

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে দেশে ফেরার পর স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে সময় কাটাচ্ছেন কে এল রাহুল। কিছুদিনের মধ্যে মা হতে চলেছেন আথিয়া।

Bangla

স্ত্রী আথিয়া শেট্টি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন, উচ্ছ্বসিত রাহুল

আথিয়া শেট্টি তাঁর স্বামী কে এল রাহুলের সঙ্গে নতুন কিছু ছবিতে তাঁর বেবি বাম্প ফ্লন্ট করেছেন। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রাহুল তাঁর স্ত্রীকে হাসিমুখে জড়িয়ে ধরে আছেন।

Image credits: @Athiya Shetty
Bangla

অন্তঃসত্ত্বা অবস্থায় খোশমেজাজে আছেন কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি

আথিয়া শেট্টিকে একটি বাগানে ভিন্ন লুকেও ফটোশুট করতে দেখা গিয়েছে। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় খুশি মনেই আছেন।

Image credits: @Athiya Shetty
Bangla

প্রথম সন্তানের জন্ম দেওয়ার আগে প্রকৃতির মাঝে ফটোশুট আথিয়া শেট্টির

একটি ছবিতে আথিয়া শেট্টিকে সকালে রোদ পোহাতে দেখা গিয়েছে। তিনি একটি ওভারসাইজ সাদা শার্ট পরেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, “ওহ, বেবি!

Image credits: @Athiya Shetty
Bangla

চ্যাম্পিয়নস ট্রফির পর দেশে ফিরে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মেজাজে রাহুল

আথিয়া শেট্টি পরেছিলেন হালকা হলুদ রঙের পোশাক আর কে এল রাহুল পরেছিলেন সাদা টি-শার্ট ও জিন্স। আথিয়া তাঁর স্বামী রাহুলের কপালে চুমু খাচ্ছিলেন।

Image credits: @Athiya Shetty
Bangla

অন্তঃসত্ত্বা অবস্থাতেই দুবাইয়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে গিয়েছিলেন রাহুল

আথিয়া শেট্টিকে কিছুদিন আগে দুবাইয়ে দেখা গিয়েছিল। তিনি কে এল রাহুলের জন্য চিয়ার করছিলেন। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রাহুল।

Image credits: @Athiya Shetty
Bangla

চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর এবার সন্তানের জন্মের অপেক্ষায় কে এল রাহুল

আথিয়া শেট্টি তাঁর স্বামী কে এল রাহুলের সঙ্গে নতুন কিছু ছবিতে তাঁর বেবি বাম্প ফ্লন্ট করেছেন। তাঁদের রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে।

Image credits: @Athiya Shetty
Bangla

অন্তঃসত্ত্বা হওয়ায় আথিয়া শেট্টিকে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা

কিয়ারা আডবাণী, যিনি কিছু সপ্তাহ আগে তাঁর প্রেগনেন্সির কথা ঘোষণা করেছিলেন। তিনি রেড হার্ট ইমোটিকন দিয়ে কমেন্ট করেছেন। শোভিতা ধুলিপালা লিখেছেন, “My eyes… My heart…”

Image credits: @Athiya Shetty
Bangla

বলিউডের পাশাপাশি ক্রিকেট মহলের তারকাও এই দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন

ছবিগুলোতে রিঅ্যাক্ট করে, এই জুটিকে অনেক সেলিব্রিটি ফ্রেন্ডস শুভেচ্ছা জানিয়েছেন। অনন্যা পান্ডে কমেন্ট করেছেন “I’m so ready for thjs baby!!!”

Image credits: @Athiya Shetty

রাচিন রবীন্দ্র থেকে গ্লেন ফিলিপস, সুন্দরীদের স্বামী এই ক্রিকেটাররা

দুবাইয়ে কফি ডেটে রবীন্দ্র জাডেজা, কার সঙ্গে গেলেন ভারতের অলরাউন্ডার?

অনুষ্কা শর্মার আগে এই ৩ সুন্দরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট

সারা তেন্ডুলকর-শুবমান গিল কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন? ফের জল্পনা