আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে দেশে ফেরার পর স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে সময় কাটাচ্ছেন কে এল রাহুল। কিছুদিনের মধ্যে মা হতে চলেছেন আথিয়া।
আথিয়া শেট্টি তাঁর স্বামী কে এল রাহুলের সঙ্গে নতুন কিছু ছবিতে তাঁর বেবি বাম্প ফ্লন্ট করেছেন। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রাহুল তাঁর স্ত্রীকে হাসিমুখে জড়িয়ে ধরে আছেন।
আথিয়া শেট্টিকে একটি বাগানে ভিন্ন লুকেও ফটোশুট করতে দেখা গিয়েছে। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় খুশি মনেই আছেন।
একটি ছবিতে আথিয়া শেট্টিকে সকালে রোদ পোহাতে দেখা গিয়েছে। তিনি একটি ওভারসাইজ সাদা শার্ট পরেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, “ওহ, বেবি!
আথিয়া শেট্টি পরেছিলেন হালকা হলুদ রঙের পোশাক আর কে এল রাহুল পরেছিলেন সাদা টি-শার্ট ও জিন্স। আথিয়া তাঁর স্বামী রাহুলের কপালে চুমু খাচ্ছিলেন।
আথিয়া শেট্টিকে কিছুদিন আগে দুবাইয়ে দেখা গিয়েছিল। তিনি কে এল রাহুলের জন্য চিয়ার করছিলেন। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রাহুল।
আথিয়া শেট্টি তাঁর স্বামী কে এল রাহুলের সঙ্গে নতুন কিছু ছবিতে তাঁর বেবি বাম্প ফ্লন্ট করেছেন। তাঁদের রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে।
কিয়ারা আডবাণী, যিনি কিছু সপ্তাহ আগে তাঁর প্রেগনেন্সির কথা ঘোষণা করেছিলেন। তিনি রেড হার্ট ইমোটিকন দিয়ে কমেন্ট করেছেন। শোভিতা ধুলিপালা লিখেছেন, “My eyes… My heart…”
ছবিগুলোতে রিঅ্যাক্ট করে, এই জুটিকে অনেক সেলিব্রিটি ফ্রেন্ডস শুভেচ্ছা জানিয়েছেন। অনন্যা পান্ডে কমেন্ট করেছেন “I’m so ready for thjs baby!!!”