২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএল-এ খেলছেন, কত বেতন পেয়েছেন বিরাট?
Bangla

২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএল-এ খেলছেন, কত বেতন পেয়েছেন বিরাট?

২০০৮ সালে প্রথম আইপিএল থেকে ১৮-তম মরসুম পর্যন্ত খেলছেন বিরাট কোহলি। এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ব্যাটার।

আইপিএল-এর প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছেন আরসিবি তারকা বিরাট কোহলি
Bangla

আইপিএল-এর প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছেন আরসিবি তারকা বিরাট কোহলি

আইপিএল-এর ১৮-তম মরসুম শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অর্ধশতরান করে নিজের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি।

Image credits: mufaddal_vohra@instagram
আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাটের বেতন কত?
Bangla

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাটের বেতন কত?

বিরাট কোহলি আইপিএল ২০২৫ মরসুমে ২১ কোটি টাকা বেতন পাচ্ছেন। গত বছর, অর্থাৎ আইপিএল ২০২৪-এর তুলনায় তাঁর বেতন ৪০% বেড়েছে।

Image credits: dabisessen@instagram
২০০৮ সালে প্রথম আইপিএল-এ খেলার জন্য কত টাকা বেতন পেয়েছিলেন বিরাট?
Bangla

২০০৮ সালে প্রথম আইপিএল-এ খেলার জন্য কত টাকা বেতন পেয়েছিলেন বিরাট?

রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বিরাট কোহলি আইপিএল-এ খেলার জন্য মাত্র ১২ লক্ষ টাকা করে বেতন পেতেন। এরপর ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে বেতন বেড়ে যায়।

Image credits: akshatOM10@instagram
Bangla

আইপিএল ২০১১-১৩ মরসুমে বিরাট কোহলি বেতন হিসেবে পেয়েছিলেন ৮.২৮ কোটি টাকা

আইপিএল-এর ২০১১-১৩ মরসুমে বিরাট কোহলির বেতন বেড়ে ৮.২৮ কোটি টাকা হয়ে যায়। ভারতীয় ক্রিকেটে সেই সময়ই তাঁর উত্থান।

Image credits: ANI
Bangla

২০১৪ থেকে ২০১৭-এর মধ্যে বিরাট কোহলি প্রতি আইপিএল-এ পান ১২.৫ কোটি টাকা

এরপর আইপিএল ২০১৪ থেকে ২০১৭ মরসুমে বিরাট কোহলির বেতন বেড়ে ১২.৫ কোটি টাকা পর্যন্ত হয়ে যায়। এই সময় তাঁর পারফরম্যান্সও অসাধারণ ছিল।

Image credits: Pinterest
Bangla

২০১৮-২০২১-এর মধ্যে বিরাট কোহলি আইপিএল-এর প্রতি মরসুমে পান ১৭ কোটি টাকা

২০১৮-২০২১-এর মধ্যে আইপিএল-এ বিরাট কোহলির বেতন বেড়ে ১৭ কোটি হয়ে যায়। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তাঁর বেতন একটু কমে ১৫ কোটি টাকা হয়।

Image credits: Pinterest
Bangla

আইপিএল ২০২৫-এ ৪০% বেড়ে গেল বিরাট কোহলির বেতন! উচ্ছ্বসিত অনুরাগীরা

তবে, আইপিএল ২০২৫ মরসুমে বিরাট কোহলির বেতন ৪০% বেড়ে গিয়েছে। তিনি এবার আরসিবি-র হয়ে খেলার জন্য ২১ কোটি টাকা পাচ্ছেন।

Image credits: Pinterest
Bangla

২০০৮ থেকে এ পর্যন্ত বিরাট কোহলি আইপিএল থেকে পেয়েছেন ১৭৯.৭০ কোটি টাকা

জানা গিয়েছে, ২০০৮ থেকে এখনও পর্যন্ত বিরাট কোহলি আইপিএল-এর সব মরসুম মিলিয়ে মোট ১৭৯.৭০ কোটি টাকা কামিয়েছেন।

Image credits: Pinterest

IPL 2025: আইপিএল-এ অন্যতম সফল ব্যাটার, হ্যাটট্রিকও রয়েছে রোহিত শর্মার!

IPL 2025: এবারের আইপিএল-এ ১০টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের বেতন কত?

IPL 2025: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি কারা মেরেছেন জানেন?

IPL 2025: এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি শতরান করতে পারেন এই তারকারা