২০০৮ সালে প্রথম আইপিএল থেকে ১৮-তম মরসুম পর্যন্ত খেলছেন বিরাট কোহলি। এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ব্যাটার।
আইপিএল-এর ১৮-তম মরসুম শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অর্ধশতরান করে নিজের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
বিরাট কোহলি আইপিএল ২০২৫ মরসুমে ২১ কোটি টাকা বেতন পাচ্ছেন। গত বছর, অর্থাৎ আইপিএল ২০২৪-এর তুলনায় তাঁর বেতন ৪০% বেড়েছে।
রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বিরাট কোহলি আইপিএল-এ খেলার জন্য মাত্র ১২ লক্ষ টাকা করে বেতন পেতেন। এরপর ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে বেতন বেড়ে যায়।
আইপিএল-এর ২০১১-১৩ মরসুমে বিরাট কোহলির বেতন বেড়ে ৮.২৮ কোটি টাকা হয়ে যায়। ভারতীয় ক্রিকেটে সেই সময়ই তাঁর উত্থান।
এরপর আইপিএল ২০১৪ থেকে ২০১৭ মরসুমে বিরাট কোহলির বেতন বেড়ে ১২.৫ কোটি টাকা পর্যন্ত হয়ে যায়। এই সময় তাঁর পারফরম্যান্সও অসাধারণ ছিল।
২০১৮-২০২১-এর মধ্যে আইপিএল-এ বিরাট কোহলির বেতন বেড়ে ১৭ কোটি হয়ে যায়। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তাঁর বেতন একটু কমে ১৫ কোটি টাকা হয়।
তবে, আইপিএল ২০২৫ মরসুমে বিরাট কোহলির বেতন ৪০% বেড়ে গিয়েছে। তিনি এবার আরসিবি-র হয়ে খেলার জন্য ২১ কোটি টাকা পাচ্ছেন।
জানা গিয়েছে, ২০০৮ থেকে এখনও পর্যন্ত বিরাট কোহলি আইপিএল-এর সব মরসুম মিলিয়ে মোট ১৭৯.৭০ কোটি টাকা কামিয়েছেন।