তিনি একাধিক একদিনের ম্যাচে শতরান করা সপ্তম ভারতীয় মহিলা ক্রিকেটার।
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
স্মৃতি মান্ধানা ছাড়াও আরও একজন ভারতীয় মহিলা ক্রিকেটার আছেন, যিনি তাঁর পারফরম্যান্স দিয়ে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটার জেমিমা রডরিগেজ অনবদ্য শতরান করেছেন।
আর এই শতরানের সঙ্গেই জেমিমা একটি বড় রেকর্ডও ছুঁয়ে ফেললেন। তিনি মহিলা ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচে একাধিক শতরান করা সপ্তম ভারতীয় ব্যাটার।
এই শতরানের ফলে, জেমিমা থিরুশ কামিনির সমকক্ষ হলেন। যিনি ২টি শতরান করেছেন। এখন জেমিমার নামেও ২টি শতরান।
এছাড়াও জেমিমা রডরিগেজ ভারতীয় মহিলা ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতরান করা একজন ব্যাটার। তিনি ৮৯ বলে শতরান করেছেন।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে সবচেয়ে দ্রুত ওয়ানডে শতরানকারীদের মধ্যে নাম আছে স্মৃতি মন্ধানার। যিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে ইতিহাস গড়েন।
Rohit Sharma Top Innings: রোহিতের ৫টি অবিস্মরণীয় টেস্ট ইনিংস কোনগুলি?
Ishan Kishan Girlfriend: ইশান কিষাণের বান্ধবীকে চেনেন?
IPL 2025: পাওয়ার-প্লের মধ্যে ৫ উইকেট কোন কোন বোলারের দখলে?
Riyan Parag: ৬ বলে ৬ ছক্কা মারা রিয়ান পরাগের পড়াশোনা কতদূর?