Bangla

অনেকেই তাঁর আয় থেকে শুরু করে পড়াশোনা এবং শখ, সবকিছুই জানতে আগ্রহী

তবে তাঁর পড়াশোনা কতদূর? 

Bangla

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬ বলে ৬ ছক্কা মারার পর

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ বর্তমানে বহুল প্রচলিত একটা নাম।

Image credits: ANI
Bangla

রিয়ানের ব্যক্তিগত জীবন

রীতিমতো চর্চায় রয়েছেন তিনি। 

Image credits: own instagram
Bangla

কোথায় পড়াশোনা করেছেন?

রিয়ান পরাগ গুয়াহাটির সাউথ পয়েন্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। ক্লাস টুয়েলভ পর্যন্ত তিনি এই স্কুলেই পড়াশোনা করেছেন।

Image credits: own instagram
Bangla

ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ানের মন বেশিরভাগ সময় ক্রিকেট মাঠেই থাকত। তাই পড়াশোনায় তেমন মনোযোগ দেননি।

Image credits: own instagram
Bangla

১২ বছর বয়সে নির্বাচিত

রিয়ান পরাগের বয়স যখন ১২ বছর, তখন তিনি আসাম অনূর্ধ্ব-১৬ দলের জন্য নির্বাচিত হন এবং মাঠে নামেন এই তরুণ ব্যাটার। 

Image credits: own instagram
Bangla

গ্র্যাজুয়েট কবে হলেন?

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা রিয়ান পরাগ ২০২৫ সালে, কটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Image credits: own instagram
Bangla

প্রতিভাবান ক্রিকেটার

ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এবং পরিশ্রম, তাঁকে ভারতীয় দলে সুযোগ এনে দিয়েছে।

Image credits: own instagram

Smriti Mandhana: নতুন কোন রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা?

Jasprit Sanjana: স্ত্রী সঞ্জনার জন্মদিনে কী বার্তা দিলেন বুমরা?

Riyan Parag: রাজস্থান রয়্যালসের অধিনায়ক পরাগের শিক্ষাগত যোগ্যতা জানেন?

Avneet Kaur: বিরাট কোহলির 'ভুল' লাইকেই রাতারাতি বিপুল লাভ অবনীত কউরের