শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ১১ ওভার বোলিং করলেন নিউজিল্যান্ডের অফ-স্পিনার ইডেন কারসন। তিনি যে বাড়তি ১ ওভার বোলিং করেছেন, সেটা সবার চোখ এড়িয়ে যায়।
১৯৯৩ সাল থেকে মহিলাদের ওডিআই ম্যাচে ওভার সংখ্যা ৬০ থেকে কমিয়ে ৫০ রান করা হয়। সেই সময় থেকে নিউজিল্যান্ডের অন্য কোনও বোলার ১০ ওভারের বেশি বোলিং করেননি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওডিআই ম্যাচের ৪৫ ওভারেই ইডেন কারসনের ১০ ওভার শেষ হয়ে যায়। কিন্তু তিনি ৪৭ ওভারে ফের বোলিং করতে যান। আম্পায়াররা তাঁকে বাধা দেননি।
ইডেন কারসন ১১ ওভার বোলিং করা সত্ত্বেও, নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফল বাতিল করা হয়নি। এই ম্যাচে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওডিআই ম্যাচে ১১ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন ইডেন কারসন। তিনি ১টি মেডেন ওভারও নেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে হর্ষিতা সমরবিক্রমা ও কবিশা দিলহারির উইকেট নেন ইডেন কারসন। শ্রীলঙ্কার হয়ে ৮৪ রান করেন কবিশা। তিনি ইডেনের শিকার হন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে সহজেই ১১১ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা চলছে ইডেন কারসনের ১১ ওভার বোলিং করা নিয়ে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে যায় নিউজিল্যান্ড। এই প্রথম যে কোনও ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পায় শ্রীলঙ্কার মহিলা দল। দ্বিতীয় ম্যাচ জিতল কিউয়িরা।
২০২২-এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলার সুযোগ পান ইডেন কারসন। তিনি এখনও পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন।
এখনও পর্যন্ত ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ইডেন কারসন। তিনি ১৭ উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৫.৫০।