লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি।
টেস্টে ৩২-তম শতরান করে ফেললেন স্টিভ স্মিথ। প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার রেকর্ড স্পর্শ করে ফেললেন স্মিথ।
এজবাস্টনে এবারের অ্যাশেজের প্রথম ম্যাচে বড় রান পাননি স্টিভ স্মিথ। লর্ডসে প্রথম ইনিংসেই সেই আফশোস মিটিয়ে নিলেন স্মিথ।
এর আগে লর্ডস টেস্ট ম্যাচে জোফরা আর্চারের বলে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় স্টিভ স্মিথকে। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৯২ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেননি।
লর্ডস টেস্ট ম্যাচের প্রথম দিন মার্নাস লাবুশেন ও ট্রেভিস হেডের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেন স্টিভ স্মিথ। এরপর দ্বিতীয় দিন শতরান করলেন তিনি।
বৃহস্পতিবার লর্ডস টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ১৬৯ বলে শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। তিনি শতরান পূর্ণ করার পথে ১৪টি বাউন্ডারি মারেন।
স্টিভ স্মিথের ১১০ রানের সুবাদে লর্ডস টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪১৬ রান করল অস্ট্রেলিয়া।
লর্ডস টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্টিভ স্মিথের শতরানের পাশাপাশি ৬৬ রানের অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
টেস্টে অস্ট্রেলিয়ার দ্রুততম ব্যাটার হিসেবে ৯,০০০ রানের রেকর্ড গড়েছেন স্টিভ স্মিথ। তিনি প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন।
সবচেয়ে কম ইনিংস খেলে টেস্টে ৯,০০০ রানের রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার দখলে। তবে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ৯,০০০ রানের রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ।