সোমবার প্রয়াত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদী। তাঁর প্রয়াণের খবর পেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিষেণ সিং বেদীর বিরুদ্ধে খেলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইন্তিখাব আলম। তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সেই কারণেই বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ইন্তিখাব।
বিসিসিআই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের কিংবদন্তি স্পিনারের প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিষেণ সিং বেদীর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি খেলার সময় কোচ হিসেবে বিষেণ সিং বেদীকে পেয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই স্মৃতি তাঁর মনকে ভারাক্রান্ত করে তুলেছে।
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিষেণ সিং বেদীর ক্রীড়াসুলভ মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা উল্লেখ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি বেদীর পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন।
'ক্রিকেটে বিষেণ সিং বেদীর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে,' সোশ্যাল মিডিয়া পোস্টে শোকবার্তায় লিখেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।