সচিন তেন্ডুলকরের পর এবার তাঁর মেয়ে সারাও ক্রিকেটে পা রাখলেন। খেলতে না নামলেও তিনি আলোচনায়।
সারা তেন্ডুলকরের মুম্বাই দল ই-গ্লোবাল ক্রিকেট লিগের ফাইনালে হেরে গেলেও ট্রফি নিয়েছেন।
ই-গ্লোবাল ক্রিকেট লিগের জন্য সারা তেন্ডুলকর মুম্বাই গ্রিজলিজ নামে একটি দল কিনেছিলেন, যা ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে যায়।
সারা তেন্ডুলকরের দল ফাইনালে হেরে গেলেও, সব খেলোয়াড় পুরস্কার পেয়েছেন।
হারের পরেও সারা তেন্ডুলকর বেশ খুশি দেখাচ্ছিলেন। ছবি শেয়ার করে লিখেছেন, দলের মালিক হিসেবে আমার যাত্রা ভালো ছিল।
সারা তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিত ছবি শেয়ার করেন, যাতে অনুরাগীরা লাইক ও মন্তব্য করেন।
Riyan Parag: রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের সম্পত্তির পরিমাণ জানেন?
ব্যাড লাক! আইপিএলে ৯৯ রানে আউট হয়ে গেছেন এই ৫ জন ব্যাটসম্যান
Mohammed Shami: কীভাবে নিজের ওজন কমালেন মহম্মদ শামি?
IPL 2025: চলতি আইপিএল-এর ৫ উদীয়মান তারকা কারা?