ক্রিকেট মাঠে শুধু পুরুষরাই নয়, মহিলা ক্রিকেটারদেরও জয়জয়কার। সেই তালিকায় একটি নাম স্মৃতি মন্ধানার। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।
Image credits: stockPhoto
Bangla
মাঠে ব্যাট দিয়ে আগুন লাগান
স্মৃতি মন্ধানার ব্যাট এই মুহূর্তে ক্রিকেট মাঠে জোরে সোরে চলছে। তিনি তার ব্যাট দিয়ে একের পর এক বড় রেকর্ড গড়ে চলেছেন।
Image credits: stockPhoto
Bangla
আয়েরও কোনও জবাব নেই
ক্রিকেট মাঠে ব্যাট দিয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি স্মৃতি মন্ধানার আয়েরও কোনও জবাব নেই। দিন দিন তার ব্যাংক ব্যালেন্স বেড়েই চলেছে।
Image credits: stockPhoto
Bangla
নেট সম্পত্তি কত হল
রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে স্মৃতি মন্ধানার নেট সম্পত্তি ৩২ থেকে ৩৩ কোটি টাকার কাছাকাছি বলা হচ্ছে। তাকে ভারতের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার বলে মনে করা হয়।
Image credits: stockPhoto
Bangla
বিসিসিআই থেকে বেতন পান
স্মৃতি মন্ধানাকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড 'এ' গ্রেডে রেখেছে। যার জন্য তাকে বছরে ৫০ লাখ টাকা দেওয়া হয়। তিনি বিভিন্ন ফরম্যাট থেকে আয় করেন।
Image credits: stockPhoto
Bangla
ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে আয়
এছাড়াও স্মৃতি মন্ধানা অনেক আলাদা ফ্র্যাঞ্চাইজির সাথেও ক্রিকেট খেলেন, যার জন্য তিনি ভালো অর্থ পান। WPL-এ তিনি RCB-র অধিনায়ক।
Image credits: own insta
Bangla
বিজ্ঞাপন থেকে আয় হয়
স্মৃতি মন্ধানা ক্রিকেট থেকে ভালো আয় করেন, এছাড়াও তিনি বিজ্ঞাপনের মাধ্যমেও মোটা অঙ্কের টাকা আয় করেন। তিনি অনেক বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।