Bangla

সতীর্থরা যখন অস্ট্রেলিয়া সফরে, তখন নতুন হেয়ারস্টাইল সূর্যকুমার যাদবের

সতীর্থরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। এই সময় সূর্যকুমার যাদবের ব্যস্ততা কম। তিনি এই সময় নতুূন হেয়ারস্টাইল করিয়ে নিলেন।

Bangla

২০২৫ সালের আইপিএল-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন সূর্যকুমার যাদব

ভারতীয় বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদব বর্তমানে বেশ চর্চিত। সম্প্রতি তাঁর দল মুম্বই সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সূর্যকুমার যাদব, তিনি জনপ্রিয় ক্রিকেটার

সূর্যকুমার যাদবক সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যায়। প্রায়ই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও শেয়ার করা হয়।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

সূর্যকুমার যাদবের নতুন হেয়ারস্টাইল তাঁর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে

এবার সূর্যকুমার যাদবকে একটি নতুন লুকে দেখা গেল এবং সেই ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সূর্য হেয়ারকাট করে নতুন লুক নিয়েছেন।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

'মসৃণ থাকো, তীক্ষ্ণ রূপ দেখাও,' নতুন হেয়ারস্টাইলে বার্তা সূর্যকুমারের

নতুন হেয়ারস্টাইলে কিলার লুকে ধরা দিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর এই স্টাইল অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর দেখাচ্ছে।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

সূর্যকুমার যাদবের নতুন হেয়ারস্টাইল নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে

সূর্যকুমার যাদব তাঁর নতুন হেয়ারকাট দিয়ে ঝড় তুলেছেন। তিনি হেয়ার স্টাইলিস্টের সঙ্গে তোলা ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

সূর্যকুমার যাদবের নতুন হেয়ারস্টাইল তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে

মিস্টার ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে পরিচিত সূর্যকুমার যাদবের নতুন হেয়ার লুকে ভক্তরা লাইক ও কমেন্টে ভরিয়ে দিচ্ছেন। সকলেরই তাঁর স্টাইল ভীষণ পছন্দ হচ্ছে।

Image credits: INSTA/surya_14kumar
Bangla

সূর্যকুমার যাদবের এই নতুন হেয়ারস্টাইল দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা

সূর্যকুমার যাদবের নতুন হেয়ার স্টাইল দেখে একজন অনুরাগী 'ডেঞ্জারাস লুক' লিখে মন্তব্য করেছেন। এর পাশাপাশি অনেকেই নিজস্ব ভঙ্গিতে তাঁর নতুন হেয়ারকাটের প্রশংসা করেছেন।

Image credits: INSTA/surya_14kumar

আন্তর্জাতিক ম্যাচে ৭৬৫ উইকেট, টেস্টে ৬ শতরান, তারপরেও উপেক্ষিত অশ্বিন

রবিচন্দ্রন আশ্বিন সম্পর্কে এই ১০টি দুর্দান্ত তথ্য জানতেন?

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সফলতম স্পিনার, নতুন নজির কেশব মহারাজের

'ফিটনেসে ১৯ বছরের তরুণের সঙ্গে পাল্লা দিতে পারে বিরাট,' প্রশংসায় হরভজন