২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলি ও হরভজন সিং। তাঁরা একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এবার প্রাক্তন সতীর্থ বিরাটের প্রশংসা করলেন হরভজন।
'১৯ বছর বয়সি কাউকে বিরাটের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করতে বলুন। বিরাট ওকে হারিয়ে দেবে। ও এতটাই ফিট,' মন্তব্য হরভজন সিংয়ের।
হরভজন সিং বলেছেন, ‘বিরাট কোহলির ফিটনেস সম্পর্কে কিছুই বলা যায় না। ও হয়তো আরও পাঁচ বছর খেলতে পারে। ও-ই হয়তো দলের সবচেয়ে ফিট খেলোয়াড়।’
হরভজন সিংয়ের মতে, টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এখনও ২ বছর খেলতে পারেন। তবে রোহিতের চেয়ে ফিটনেসে বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন হরভজন।
বিরাট কোহলি ও রোহিত শর্মা সম্পর্কে হরভজন সিং বলেছেন, ‘ওরা যদি ফিট থাকে, ভালো পারফরম্যান্স বজায় থাকে এবং দল জয় পেতে থাকে, তাহলে ওদের খেলে যাওয়া উচিত।’
শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। তবে দেশের মাটিতে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে এই তারকা ব্যাটার।