জাতীয় দলের প্রাক্তন সতীর্থ বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হরভজন সিং
২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলি ও হরভজন সিং। তাঁরা একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এবার প্রাক্তন সতীর্থ বিরাটের প্রশংসা করলেন হরভজন।
Cricket Aug 12 2024
Author: Soumya Gangully Image Credits:social media
Bangla
ফিটনেসের নিরিখে বিরাট কোহলিকে ১৯ বছরের তরুণের সঙ্গে তুলনা হরভজন সিংয়ের
'১৯ বছর বয়সি কাউকে বিরাটের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করতে বলুন। বিরাট ওকে হারিয়ে দেবে। ও এতটাই ফিট,' মন্তব্য হরভজন সিংয়ের।
Image credits: social media
Bangla
বিরাট কোহলি ভারতের হয়ে আরও পাঁচ বছর খেলতে পারেন, মনে করছেনল হরভজন সিং
হরভজন সিং বলেছেন, ‘বিরাট কোহলির ফিটনেস সম্পর্কে কিছুই বলা যায় না। ও হয়তো আরও পাঁচ বছর খেলতে পারে। ও-ই হয়তো দলের সবচেয়ে ফিট খেলোয়াড়।’
হরভজন সিংয়ের মতে, টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এখনও ২ বছর খেলতে পারেন। তবে রোহিতের চেয়ে ফিটনেসে বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন হরভজন।