ছিঁড়ে গিয়েছে কাফ মাসল, সেই চোট নিয়েই লর্ডসে ব্যাটিং করলেন নাথান লিয়ন
Bangla

ছিঁড়ে গিয়েছে কাফ মাসল, সেই চোট নিয়েই লর্ডসে ব্যাটিং করলেন নাথান লিয়ন

লর্ডসে চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনই জানা গিয়েছিল, চোটের জন্য এই ম্যাচে আর খেলতে পারবেন না নাথান লিয়ন। কিন্তু চোট নিয়েই শনিবার ব্যাটিং করলেন লিয়ন।

দলের স্বার্থে লর্ডস টেস্টের চতুর্থ দিন অসাধারণ লড়াই নাথান লিয়নের
Bangla

দলের স্বার্থে লর্ডস টেস্টের চতুর্থ দিন অসাধারণ লড়াই নাথান লিয়নের

শনিবার লর্ডস টেস্ট ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানে অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ে যায়। সেই সময় ব্যাটিং করতে নামেন লিয়ন। তিনি দলের রান ২৭৯-এ পৌঁছে দিতে সাহায্য করেন।

Image credits: Instagram
চোট নিয়েও নাথান লিয়নের অসাধারণ লড়াইকে কুর্ণিশ ক্রিকেট দুনিয়ার
Bangla

চোট নিয়েও নাথান লিয়নের অসাধারণ লড়াইকে কুর্ণিশ ক্রিকেট দুনিয়ার

লর্ডস টেস্ট ম্যাচের চতুর্থ দিন কাফ মাসলে চোট নিয়েও নাথান লিয়ন যেভাবে ব্যাটিং করলেন, তাতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। সবাই লিয়নকে কুর্ণিশ জানাচ্ছেন।

Image credits: Instagram
দলের স্বার্থে ঝুঁকি নিয়েও সবকিছু করতে তৈরি, বার্তা নাথান লিয়নের
Bangla

দলের স্বার্থে ঝুঁকি নিয়েও সবকিছু করতে তৈরি, বার্তা নাথান লিয়নের

নাথান লিয়ন বলেছেন, ‘আমি চোট পাওয়ার পর থেকেই আমাদের মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গে কথা বলছি। আমি ঝুঁকির কথা জানতাম। কিন্তু আমি দলের জন্য সবকিছু করব।’

Image credits: Instagram
Bangla

লর্ডস টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্টার্কের সঙ্গে ১৫ রান যোগ লিয়নের

শনিবার লর্ডস টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্কের সঙ্গে দশম উইকেট জুটিতে ১৫ রান যোগ করেন নাথান লিয়ন।

Image credits: Instagram
Bangla

১৫ রানের পার্টনারশিপই অ্যাশেজে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, মত লিয়নের

নাথান লিয়ন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে ১৫ রানের পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা কেউই বলতে পারে না। আমি সেটা করতে পেরে গর্বিত।’

Image credits: Instagram
Bangla

দলকে সাহায্য করার জন্য ঝুঁকি নিয়েও সবকিছু করতে তৈরি, বার্তা লিয়নের

নাথান লিয়ন বলেছেন, ‘আমি এই দলকে ভালোবাসি। আমি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি যদি কোনওভাবে সতীর্থদের সাহায্য করতে পারি, তাহলে সেটা করব।’

Image credits: Instagram
Bangla

নিজেই শনিবার ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নেন, জানিয়েছেন নাথান লিয়ন

নাথান লিয়ন জানিয়েছেন, ‘আমিই ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিই। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও প্যাট কামিন্সের সঙ্গে কথা বলি। তারপরেই ব্যাটিং করতে নেমে পড়ি।’

Image credits: Instagram
Bangla

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দ্বিধায় ছিলেন, জানিয়েছেন নাথান লিয়ন

নাথান লিয়ন জানিয়েছেন, তিনি যখন ব্যাটিং করতে নামার কথা বলেন, তখন দ্বিধায় ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তা সত্ত্বেও ব্যাটিং করেন লিয়ন।

Image credits: Instagram
Bangla

লর্ডস টেস্ট ম্যাচের শেষ দিনেও মাঠে নামতে তৈরি, জানিয়ছেন নাথান লিয়ন

নাথান লিয়ন জানিয়েছেন, দলের স্বার্থে রবিবার লর্ডস টেস্ট ম্যাচের শেষ দিনেও মাঠে নামবেন তিনি।

Image credits: Instagram

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ১১ ওভার বোলিং নিউজিল্যান্ডের ইডেনের

টেস্টের এমন ৫ ব্যয়বহুল ওভার যা আজও ক্রিকেটপ্রেমীদের কাছে বিষ্ময়ের

ক্রিকেটের পাশাপাশি ফুটবলও প্রিয়, বিভিন্ন দলের সমর্থক বিরাট-রোহিতরা

অদ্ভুতুড়ে নাম সব এই ক্রিকেটারের, যা আপনাকে অবাক করে দেবে