লর্ডসে চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনই জানা গিয়েছিল, চোটের জন্য এই ম্যাচে আর খেলতে পারবেন না নাথান লিয়ন। কিন্তু চোট নিয়েই শনিবার ব্যাটিং করলেন লিয়ন।
শনিবার লর্ডস টেস্ট ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানে অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ে যায়। সেই সময় ব্যাটিং করতে নামেন লিয়ন। তিনি দলের রান ২৭৯-এ পৌঁছে দিতে সাহায্য করেন।
লর্ডস টেস্ট ম্যাচের চতুর্থ দিন কাফ মাসলে চোট নিয়েও নাথান লিয়ন যেভাবে ব্যাটিং করলেন, তাতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। সবাই লিয়নকে কুর্ণিশ জানাচ্ছেন।
নাথান লিয়ন বলেছেন, ‘আমি চোট পাওয়ার পর থেকেই আমাদের মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গে কথা বলছি। আমি ঝুঁকির কথা জানতাম। কিন্তু আমি দলের জন্য সবকিছু করব।’
শনিবার লর্ডস টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্কের সঙ্গে দশম উইকেট জুটিতে ১৫ রান যোগ করেন নাথান লিয়ন।
নাথান লিয়ন বলেছেন, ‘অ্যাশেজ সিরিজে ১৫ রানের পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা কেউই বলতে পারে না। আমি সেটা করতে পেরে গর্বিত।’
নাথান লিয়ন বলেছেন, ‘আমি এই দলকে ভালোবাসি। আমি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি যদি কোনওভাবে সতীর্থদের সাহায্য করতে পারি, তাহলে সেটা করব।’
নাথান লিয়ন জানিয়েছেন, ‘আমিই ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিই। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও প্যাট কামিন্সের সঙ্গে কথা বলি। তারপরেই ব্যাটিং করতে নেমে পড়ি।’
নাথান লিয়ন জানিয়েছেন, তিনি যখন ব্যাটিং করতে নামার কথা বলেন, তখন দ্বিধায় ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তা সত্ত্বেও ব্যাটিং করেন লিয়ন।
নাথান লিয়ন জানিয়েছেন, দলের স্বার্থে রবিবার লর্ডস টেস্ট ম্যাচের শেষ দিনেও মাঠে নামবেন তিনি।