অনেক বড় বড় ব্যাটসম্যান বিশ্বজুড়ে তাদের ব্যাটের জাদু দেখিয়েছেন।
আজ আমরা দেখব কোন ৫ ব্যাটসম্যান আইপিএলের এক আসরে সর্বোচ্চ বার ৫০০+ রান করেছেন।
প্রথমেই আছেন সিএসকের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। মিস্টার আইপিএল ৩ বার ওপেন না করেই ৫০০+ রান করেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন আরসিবির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট ওপেন না করেই দুবার ৫০০+ রান করেছেন।
তৃতীয় স্থানে রয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি, এবি ডিভিলিয়ার্স। তিনিও দুবার ওপেন না করেই ৫০০+ রান করেছেন।
চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মিডল অর্ডারে দুবার ৫০০+ রান করেছেন।
ওপেন না করে ৫০০+ রানের তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদবও। তিনিও দুবার এই কীর্তি গড়েছেন।
Shubman Gill Salary: শুভমন গিলের মাইনে কত জানেন?
Most sixes in IPL: আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কারা?
Expensive Cricketers: আইপিএল-এর কোন ৫ ক্রিকেটার সবথেকে বেশি দামি?
KL Rahul Salary: বিসিসিআই থেকে কেএল রাহুল কত টাকা আয় করেন জানেন?