আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলির সঙ্গে হঠাৎই অভিনেত্রী অবনীত কউরের নাম জড়িয়ে গিয়েছে। সৌজন্যে সোশ্যাল মিডিয়া।
ইনস্টাগ্রামে কয়েকটি 'বোল্ড' ছবি শেয়ার করেন অভিনেত্রী অবনীত কউর। সেই পোস্ট লাইক করে বিরাট কোহলি। এরপরেই অবনীতকে নিয়ে চর্চা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন চলছে দেখে অবনীত কউরের পোস্ট লাইক করা নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন বিরাট কোহলি।
সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমি স্পষ্ট জানাতে চাই, আমি যখন ফিড ক্লিয়ার করছিলাম, তখন এটা (অবনীত কউরের পোস্ট) আমার নজরে আসে। আমি হয়তো ভুল করে লাইক করেছি।’
সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলি আরও জানিয়েছেন, ‘আমার কোনও উদ্দেশ্য ছিল না। অযথা কোনও জল্পনা-কল্পনা করা উচিত নয়।’
অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পর থেকে বিরাট কোহলির সঙ্গে কোনও মহিলার নাম জড়ায়নি। তাঁকে নিয়ে কোনও বিতর্ক হয়নি। কিন্তু হঠাৎই এখন বিতর্ক তৈরি হয়েছে।
বিরাট কোহলি ও অবনীত কউরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা যাচ্ছে। অনেকেই রসিকতা করছেন।
৩০ এপ্রিল ইনস্টাগ্রাম পোস্ট করেন অবনীত কউর। তাঁকে চিক গ্রিন টপ ও শর্ট স্কার্টে দেখা যায়। এই পোস্টই লাইক করেন বিরাট কোহলি।
৮ বছর বয়সে রিয়েলিটি শো 'ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিল মাস্টার্স'-এর মাধ্যমে বিনোদন দুনিয়ায় প্রবেশ করেন অবনীত কউর। পরবর্তীকালে তিনি অভিনয়ে আসেন।
২৩ বছর বয়সি অবনীত কউরের জন্ম ২০০১ সালের ১৩ অক্টোবর। তাঁর জন্মস্থান পাঞ্জাবের জলন্ধর। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীত।