Bangla

অভিনেত্রী অবনীত কউরের 'বোল্ড' ছবি লাইক করে হঠাৎই বিতর্কে বিরাট কোহলি

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলির সঙ্গে হঠাৎই অভিনেত্রী অবনীত কউরের নাম জড়িয়ে গিয়েছে। সৌজন্যে সোশ্যাল মিডিয়া।

Bangla

বিরাট কোহলির জন্য রাতারাতি দেশজুড়ে বিখ্যাত হয়ে উঠেছেন অবনীত কউর

ইনস্টাগ্রামে কয়েকটি 'বোল্ড' ছবি শেয়ার করেন অভিনেত্রী অবনীত কউর। সেই পোস্ট লাইক করে বিরাট কোহলি। এরপরেই অবনীতকে নিয়ে চর্চা শুরু হয়েছে।

Image credits: instagram
Bangla

বিতর্ক থামাতে অবনীত কউরের ছবিতে লাইক করা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিরাট

সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন চলছে দেখে অবনীত কউরের পোস্ট লাইক করা নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন বিরাট কোহলি।

Image credits: instagram
Bangla

'ভুল করে লাইক করেছি,' অবনীত কউরের পোস্ট নিয়ে ব্যাখ্যা বিরাট কোহলির

সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমি স্পষ্ট জানাতে চাই, আমি যখন ফিড ক্লিয়ার করছিলাম, তখন এটা (অবনীত কউরের পোস্ট) আমার নজরে আসে। আমি হয়তো ভুল করে লাইক করেছি।’

Image credits: instagram
Bangla

অবনীত কউরের পোস্ট লাইক করায় কোনও উদ্দেশ্য ছিল না, ব্যাখ্যা বিরাটের

সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলি আরও জানিয়েছেন, ‘আমার কোনও উদ্দেশ্য ছিল না। অযথা কোনও জল্পনা-কল্পনা করা উচিত নয়।’

Image credits: Instagram
Bangla

বিবাহিত জীবনে সুখী বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই বিতর্ক

অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পর থেকে বিরাট কোহলির সঙ্গে কোনও মহিলার নাম জড়ায়নি। তাঁকে নিয়ে কোনও বিতর্ক হয়নি। কিন্তু হঠাৎই এখন বিতর্ক তৈরি হয়েছে।

Image credits: Instagram
Bangla

বিরাট কোহলি অবনীত কউরের পোস্ট লাইক করতেই নানা ধরনের মিম দেখা যাচ্ছে

বিরাট কোহলি ও অবনীত কউরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক মিম দেখা যাচ্ছে। অনেকেই রসিকতা করছেন।

Image credits: Instagram
Bangla

৩০ এপ্রিল ইনস্টাগ্রামে অবনীত কউরের পোস্টের পরেই বিতর্কে বিরাট কোহলি

৩০ এপ্রিল ইনস্টাগ্রাম পোস্ট করেন অবনীত কউর। তাঁকে চিক গ্রিন টপ ও শর্ট স্কার্টে দেখা যায়। এই পোস্টই লাইক করেন বিরাট কোহলি।

Image credits: Instagram
Bangla

৮ বছর বয়সে রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় প্রবেশ অবনীত কউরের

৮ বছর বয়সে রিয়েলিটি শো 'ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিল মাস্টার্স'-এর মাধ্যমে বিনোদন দুনিয়ায় প্রবেশ করেন অবনীত কউর। পরবর্তীকালে তিনি অভিনয়ে আসেন।

Image credits: Instagram
Bangla

পাঞ্জাবের জলন্ধরের মেয়ে অবনীত কউর একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

২৩ বছর বয়সি অবনীত কউরের জন্ম ২০০১ সালের ১৩ অক্টোবর। তাঁর জন্মস্থান পাঞ্জাবের জলন্ধর। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীত।

Image credits: Instagram

MS Dhoni: বিনোদন দুনিয়ায় ধোনির ৮০০ কোটি টাকা ব্যবসার পিছনে কে জানেন?

Abhishek Sharma: অভিষেক শর্মার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড-সুন্দরী?

IPL 2025: এই ৫ ব্যাটসম্যানের দীর্ঘতম ছক্কার রেকর্ড, দেখুন তালিকা

Smriti Mandhana: স্মৃতি মন্ধানার বার্ষিক বেতন কত জানেন?