Bangla

স্মৃতি মন্ধানা বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা পান?

ক্রিকেট মাঠে জাদু ছড়িয়ে দিচ্ছেন তিনি। এছাড়া, আয়ের দিক দিয়েও কারও চেয়ে কম নন এই তারকা। বিসিসিআই বার্ষিক চুক্তি কত?

Bangla

কত টাকা পান তিনি?

বিসিসিআই থেকে তিনি লক্ষ লক্ষ টাকা পান। সম্প্রতি তিনি একটি বড় কৃতিত্ব অর্জন করেছেন, যার পর থেকেই তিনি আলোচনায় রয়েছেন।

Image credits: social media
Bangla

সাদা বলের ক্রিকেটে বড় রেকর্ড

স্মৃতি মন্ধানার নামে এখন সাদা বলের ক্রিকেটে ৮০০০+ রান। তিনি এই ক্ষেত্রে বিশ্বের পঞ্চম মহিলা খেলোয়াড়, আর ভারতের দ্বিতীয় (Smriti Mandhana Earnings)।

Image credits: social media
Bangla

আয়ের দিক থেকেও হিট

বাঁ-হাতি এই ওপেনার কেবল ক্রিকেট মাঠেই নয়, আয়ের দিক থেকেও বেশ হিট।

Image credits: social media
Bangla

কোথা থেকে আয়?

স্মৃতি মন্ধানার আয় ক্রিকেট মাঠ থেকেই সবচেয়ে বেশি। বিসিসিআই তাকে ভালো বেতন দেয়। ডব্লিউপিএল থেকেও তিনি অনেক টাকা আয় করেন।

Image credits: social media
Bangla

একটি ম্যাচ খেলার পারিশ্রমিক

স্মৃতি মন্ধানা একটি টেস্ট খেলার জন্য ১৫ লক্ষ, একটি ওয়ানডে খেলার জন্য ৬ লক্ষ এবং একটি টি-টোয়েন্টি খেলার জন্য ৩ লক্ষ টাকা পারিশ্রমিক পান (Women Cricketer Salary)।

Image credits: social media
Bangla

কেন্দ্রীয় চুক্তি থেকে আয়

স্মৃতি মন্ধানা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বছরে ৫০ লক্ষ টাকা আয় করেন। তাকে 'এ' গ্রেডে রাখা হয়েছে, যার জন্য এই পারিশ্রমিক।

Image credits: social media
Bangla

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয়

ক্রিকেট ছাড়াও স্মৃতি মন্ধানা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও কোটি কোটি টাকা আয় করেন। তিনি অনেক বড় বড় কোম্পানির মালিক (Smriti Mandhana Salary BCCI)।

Image credits: social media

স্মৃতি মন্ধানা হলেন পঞ্চম মহিলা ক্রিকেটার, যার দখলে ৮০০০ রান

Suryakumar Yadav: কী খেয়ে এত ফিট থাকেন সূর্যকুমার যাদব?

Shubman Gill: সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেম করছেন? মুখ খুললেন শুবমান

Sara Tendulkar: ছোটবেলায় কেমন ছিলেন সারা তেন্ডুলকর? দেখুন ছবিতে