Bangla

গোলাপী চুড়া-নাকে নথ, পিচ রঙের লেহেঙ্গায় পরীর মতো সাজে নীরজের কনে

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী নীরজ চোপড়া টেনিস খেলোয়াড় হিমানি মোরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি ভাইরাল।

Bangla

পরিবার-পরিজনদের বাইরে কাউকে বিয়ের বিষয়ে আগাম খবর দেননি নীরজ চোপড়া

রবিবার রাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি শেয়ার করেছেন নীরজ চোপড়া। এর আগে কেউ তাঁর বিয়ের বিষয়ে কিছু জানতেন না।

Image credits: Instagram
Bangla

বিয়ের আসরে পিচ রঙের লেহঙ্গায় সুন্দরী নীরজ চোপড়ার স্ত্রী হিমানি মোর

নীরজের স্ত্রী হিমানি মোর বিয়ের পোশাকে প্যাস্টেল পীচ রঙের লেহেঙ্গা পরেছিলেন, যার উপর ফ্লোরাল ডিজাইনের জরির কাজ। দু'টি ওড়না পরেছিলেন।

Image credits: Instagram
Bangla

বিয়ের আসরে খাঁটি সোনার গয়না পরে হাজির হন নীরজ চোপড়ার স্ত্রী হিমানি

হিমানি তাঁর বিয়ের পোশাকের সঙ্গে খাঁটি সোনার গয়না পরেছিলেন। শিশপট্টি, মাংটিকা এবং গোলাপী চুড়ি দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন।

Image credits: Instagram
Bangla

বিয়ের আসরে স্ত্রী হিমানি মোরের সঙ্গে নীরজ চোপড়ার পোশাকের মিল ছিল

নীরজ চোপড়া পিচ রঙের শেরওয়ানি, গোলাপী পাগড়ি এবং গোলাপী স্টল পরেছিলেন।

Image credits: Instagram
Bangla

নীরজ চোপড়া যেমন গ্ল্যামার বয়, তেমনই তাঁর স্ত্রীও অত্যন্ত সুন্দরী

নীরজ চোপড়ার স্ত্রী খুবই স্টাইলিশ এবং সুন্দরী। কালো চোখ, লম্বা চুল এবং মিষ্টি হাসি তাঁর সৌন্দর্য বাড়িয়ে তোলে।

Image credits: Instagram
Bangla

নীরজ চোপড়ার নববিবাহিতা স্ত্রী হিমানি মোরের বিস্তারিত পরিচয় জেনে নিন

হিমানী সোনিপতের লিটল অ্যাঞ্জেল স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। ২০১৭ সালে তাইওয়ানে বিশ্ববিদ্যালয় টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

Image credits: Instagram

সবচেয়ে আবেদনময়ী টেনিস কোচ, অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম আকর্ষণ র‍্যাচেল

WWE-এর ৫ সুন্দরী রেসলারকে চেনেন? যাদের রূপে হার মানায় হিরোইনদেরও

কোর্টে আর হৃদয়ে সমান ঝড় তোলেন এই টেনিস সুন্দরীরা

নীরজ চোপড়াকে বিয়ে করছেন? দেশজোড়া জল্পনার মধ্যে মুখ খুললেন মনু ভাকের