Bangla

ভবিষ্যতে শ্যুটিং-জ্যাভলিনের যুগলবন্দি দেখা যাবে? বিয়ে করবেন মনু-নীরজ?

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের ও নীরজ চোপড়া কি বিয়ে করতে চলছেন? এই দুই ক্রীড়াবিদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমনই জল্পনা তৈরি হয়েছে।

Bangla

নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মনু ভাকের

নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছে তাতে কোনও সত্যতা নেই, দাবি মনু ভাকেরের।

Image credits: X Twitter
Bangla

নীরজ চোপড়ার সঙ্গে একান্তে কী বিষয়ে কথা বলছিলেন মনু ভাকের ও তাঁর মা?

প্যারিস অলিম্পিক্স চলাকালীন মনু ভাকের ও তাঁর মাকে নীরজ চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গিয়েছে। এরপরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Image credits: Getty
Bangla

নীরজ চোপড়ার সঙ্গে শুধুই বন্ধুত্ব না আরও ঘনিষ্ঠ সম্পর্ক মনু ভাকেরের?

নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্কের জল্পনা প্রসঙ্গে মনু ভাকের বলেছেন, 'আমাদের খুব বেশি দেখা বা কথা হয় না। কোনও ইভেন্টের সময় আমাদের সামান্য কথা হয়।' 

Image credits: Our own
Bangla

৬ বছর ধরে নীরজ চোপড়ার সঙ্গে ব্যক্তিগত পরিচয়, জানিয়েছেন মনু ভাকের

মনু ভাকের জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর সঙ্গে নীরজ চোপড়ার পরিচয় হয়। এরপর থেকে তাঁদের অনেকবার দেখা হয়েছে।

Image credits: Our own
Bangla

এখনই মনু ভাকেরের বিয়ের কথা ভাবছেন না, জানালেন তাঁর বাবা রাম কিষান

মনু ভাকেরের বাবা রাম কিষান জানিয়েছেন, ‘এখনও মনুর বয়স অনেক কম। ওর এখনও বিয়ের বয়স হয়নি। এখন ওর বিয়ের কথা ভাবছি না।’

Image credits: Instagram
Bangla

নীরজ চোপড়ার প্রতি বিশেষ স্নেহ রয়েছে মনু ভাকেরের মায়ের, জানালেন বাবা

মনু ভাকেরের বাবা রাম কিষান বলেছেন, ‘নীরজকে ছেলের মতো দেখে মনুর মা। ওদের মধ্যে স্নেহের সম্পর্ক রয়েছে।’

Image credits: Instagram
Bangla

মনু ভাকেরের সঙ্গে বিয়ের জল্পনা নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়ার কাকাও

নীরজ চোপড়ার কাকা বলেছেন, ‘নীরজের পদক জয়ের ব্যাপারে যেমন সারা দেশ জানতে পেরেছে, তেমনই ও যখন বিয়ে করবে, তখন সবাই জানতে পারবে।’

Image credits: Instagram

অলিম্পিক্সে সোনাজয়ীর মতোই স্বাগত জানানো হবে ভিনেশকে, জানালেন মহাবীর

পি আর শ্রীজেশের প্রতি সম্মান, ১৬ নম্বর জার্সি তুলে রাখল হকি ইন্ডিয়া

সোনা জয়ের পুরস্কার, নাদিমকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান

ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন, কুস্তিই আমন সেহরাওয়াতের বাঁচার শক্তি