অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের ও নীরজ চোপড়া কি বিয়ে করতে চলছেন? এই দুই ক্রীড়াবিদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমনই জল্পনা তৈরি হয়েছে।
নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছে তাতে কোনও সত্যতা নেই, দাবি মনু ভাকেরের।
প্যারিস অলিম্পিক্স চলাকালীন মনু ভাকের ও তাঁর মাকে নীরজ চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গিয়েছে। এরপরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
নীরজ চোপড়ার সঙ্গে সম্পর্কের জল্পনা প্রসঙ্গে মনু ভাকের বলেছেন, 'আমাদের খুব বেশি দেখা বা কথা হয় না। কোনও ইভেন্টের সময় আমাদের সামান্য কথা হয়।'
মনু ভাকের জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর সঙ্গে নীরজ চোপড়ার পরিচয় হয়। এরপর থেকে তাঁদের অনেকবার দেখা হয়েছে।
মনু ভাকেরের বাবা রাম কিষান জানিয়েছেন, ‘এখনও মনুর বয়স অনেক কম। ওর এখনও বিয়ের বয়স হয়নি। এখন ওর বিয়ের কথা ভাবছি না।’
মনু ভাকেরের বাবা রাম কিষান বলেছেন, ‘নীরজকে ছেলের মতো দেখে মনুর মা। ওদের মধ্যে স্নেহের সম্পর্ক রয়েছে।’
নীরজ চোপড়ার কাকা বলেছেন, ‘নীরজের পদক জয়ের ব্যাপারে যেমন সারা দেশ জানতে পেরেছে, তেমনই ও যখন বিয়ে করবে, তখন সবাই জানতে পারবে।’
অলিম্পিক্সে সোনাজয়ীর মতোই স্বাগত জানানো হবে ভিনেশকে, জানালেন মহাবীর
পি আর শ্রীজেশের প্রতি সম্মান, ১৬ নম্বর জার্সি তুলে রাখল হকি ইন্ডিয়া
সোনা জয়ের পুরস্কার, নাদিমকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান
ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন, কুস্তিই আমন সেহরাওয়াতের বাঁচার শক্তি