Bangla

রিঙ্কু সিং: টি-টোয়েন্টিতে আয়ের উৎস

ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং বেশ জনপ্রিয়। জানেন ক্রিকেট খেলে তিনি বছরে কত টাকা উপার্জন করেন? দেখুন এক ঝলকে। 

Bangla

রিঙ্কু সিং-এর বিয়ে

টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং বর্তমানে বেশ আলোচনার বিষয়। এর পেছনের মূল কারণ হল তাঁর বিয়ে ঠিক হওয়া।

Image credits: own insta
Bangla

রিঙ্কুর হবু স্ত্রী

রিঙ্কু সিং-এর হবু স্ত্রীর নাম প্রিয়া সরোজ। তিনি একজন সাংসদ। ৮ জুন লখনউতে তাঁদের বিয়ের আসর বসবে। 

Image credits: own insta
Bangla

রিঙ্কু: আয়ের উৎস

একটি সাধারণ পরিবার থেকে আগত রিঙ্কু সিং আজ বিশ্বের কাছে পরিচিত। আয়ের দিক থেকেও তিনি বেশ সফল।

Image credits: own insta
Bangla

রিঙ্কু: শুধু টি-টোয়েন্টিে খেলছেন

রিঙ্কু সিং বর্তমানে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলছেন। তিনি এখনও ওয়ানডে ও টেস্টে সুযোগ পাননি।

Image credits: own insta
Bangla

রিঙ্কু: বিসিসিআই গ্রেড

বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড সি' তে রয়েছেন রিঙ্কু। ২০২৪-২৫ মূল্যায়ন বছরের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে।

Image credits: own insta
Bangla

রিঙ্কুর বার্ষিক আয়

রিঙ্কু 'গ্রেড সি' তে থাকার জন্য বার্ষিক ১ কোটি টাকা পান। এছাড়াও তিনি অন্য সূত্রে আয় করেন।

Image credits: own insta
Bangla

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট

রিঙ্কু ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমেও ভালো আয় করেন। তিনি বড় ব্র্যান্ডের প্রচার করেন, যার জন্য কোটি কোটি টাকা নেন।

Image credits: own insta

চুল ছোট থাকলেও এই পোশাকে সুন্দর দেখতে লাগে, বুঝিয়ে দিলেন সাইনা নেহওয়াল

পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন, এখন কত টাকা রোজগার সানিয়া মির্জার?

পিচ রঙের লেহঙ্গায় মোহময়ী, দেখে নিন নীরজ চোপড়ার স্ত্রীর বিয়ের সাজ

সবচেয়ে আবেদনময়ী টেনিস কোচ, অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম আকর্ষণ র‍্যাচেল